বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ছিল যখন ভারতবর্ষ (India) বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলির তালিকায় অবস্থান করত। তবে ক্রমাগত অর্থনৈতিক উন্নতি ভারতকে আজ পৌঁছে দিয়েছে অনন্য স্থানে। চীন (China) ও ভারতের মধ্যে জোর লড়াই চলছে অর্থনৈতিক ক্ষেত্রে। মাত্র তিনটি ফর্মুলা অনুসরণ করলেই ভারত ছাপিয়ে যাবে চীনকে।
তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সম্প্রতি এই কথাই জানালেন। ইকোনমিক টাইমস পত্রিকাকে কিছুদিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন নারায়ণ মূর্তি। তিনি সেখানে বলেন, প্রথমেই ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে দেশে। অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে শিল্পপতি ও উদ্যোগপতিদের। সরকারি তরফে এই সুবিধা পাওয়া গেলে চীনকে টপকে যেতে পারে ভারত।
আরোও পড়ুন : পরনে শাড়ি, খোলা চুল! জাপানের রাস্তায় ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরলেন এই নারী, চর্চা নেটপাড়ায়
দ্রুত নিষ্কাশন করতে হবে জমি সংক্রান্ত জটিলতা। জমি সংক্রান্ত জটিলতা দেখা দিলে উদ্যোগপতিরা সিদ্ধান্ত নিতে দেরি করবেন। এর কারণে কমে যেতে পারে কাজের অগ্রগতি। এছাড়াও জমি সংক্রান্ত জটিলতার কারণে বিদেশি বিনিয়োগকারীরাও মুখ ফেরাতে পারেন। তাই দ্রুত জমি সংক্রান্ত জটিলতা মেটানোর উদ্যোগ নিতে হবে।
আরোও পড়ুন : এ কী অবস্থা! জলে ভাসছে পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড স্টেশনের মাঝের ট্র্যাক, ৪ ঘন্টা চলল না মেট্রো
এছাড়াও ইনফোসিস প্রধান বলেন, অর্থনৈতিক সচল রাখার জন্য অবশ্যই জোর দিতে হবে কর্মসংস্থানের উপর। শুধু সরকার নয়, শিল্পপতিদেরও কর্মসংস্থানের উপর নজর দিতে হবে। নিয়োগ যত বেশি হবে ততই বাড়বে নাগরিকদের আয়। সোজা ভাষায় বলতে গেলে সাধারণ নাগরিকদের হাতে অর্থ থাকলে তারা মন খুলে খরচ করতে পারবে। এর ফলে বৃদ্ধি পাবে ব্যবসার বাজার। চাঙ্গা হবে দেশের অর্থনীতি।
বিশেষজ্ঞরা অনেকেই বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে জাঁকিয়ে বসছে তাতে মন্দা দেখা দিতে পারে বাজারে। তবে ইনফোসিসের প্রতিষ্ঠাতা বলছেন, AI -কে যদি দৈনন্দিন জীবনের সাথে মেশানো যায় তবে কম খরচে বেশি কাজ করা সম্ভব। এই AI আর্থিক উন্নতির অন্যতম প্রধান উপাদান হয়ে উঠতে পারে।