আসন্ন এশিয়া কাপে এই কীর্তি গড়তে চলেছেন বিরাট, এমন মাইলফলকে পৌঁছানো দ্বিতীয় ক্রিকেটার হবেন তিনি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২৭ শে আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজিত হবে এশিয়া কাপ ২০২২। প্রথমে শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও পরে টুর্নামেন্টটি সেখানকার অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই এশিয়া কাপে ভারত ২৮ শে আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন। সেই ম্যাচের মধ্যে দিয়ে ইংল্যান্ড সফরের পর ক্রিকেটের মাঠে ফিরছেন বিরাট কোহলি।

পাকিস্তানের বিরুদ্ধে যখন বিরাট কোহলি এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতীয় দলের জার্সি গায়ে নামবেন, তখন তিনি একটি বড় মাইলফলক ছুঁয়ে ফেলবেন। সদ্য অবসর নেওয়া নিউজিল্যান্ডের তারকা মিডল অর্ডার ব্যাটার রস টেইলর বাদে এই রেকর্ড আর কেউ গড়তে পারেননি। রস টেইলর যেহেতু এখন আর আন্তর্জাতিক ক্রিকেটের সাথে যুক্ত নেই, তাই এই মুহূর্তে বিশ্বের একমাত্র অ্যাক্টিভ ক্রিকেটার হিসেবে প্রতিটি ফরম্যাটে ১০০ ম্যাচ খেলার অনন্য রেকর্ড গড়বেন বিরাট।

virat kohli bad

বিরাট কোহলি নিজের আন্তর্জাতিক কেরিয়ারে এখনো অবধি ২৬২টি একদিনের ম্যাচ খেলেছেন। ওডিআই ফরম্যাটে ১২,০০০-এর বেশি রান করার পাশাপাশি বিরাট কোহলির রয়েছে ৪১টি শতরান। কিছুদিন আগেই টেস্ট ফরম্যাটের নিজের শততম টেস্টে খেলে ফেলেছেন বিরাট। এই মুহূর্তে ১০২ টি টেস্ট খেলে ২৭টি শতরান সহ বিরাটের মোট রানসংখ্যা ৮০৭৪।

এইমুহূর্তে ৯৯ টি টি-টোয়েন্টি খেলেছেন বিরাট কোহলি। যেহেতু এই বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে তাই এশিয়া কাপ আয়োজিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে বিরাট কোহলি নামের পাশে বেশ কিছু বড় রেকর্ড রয়েছে। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় রেকর্ডটি হল যে মাত্র ৯৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই বিরাট কোহলি এই ফরম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতরানের মালিক। তারপরে এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা এবং বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাটের মোট রান সংখ্যা ৩৩০৮। এশিয়া কাপে সাড়ে তিন হাজার রানের গণ্ডি অতিক্রম করতে পারেন কিনা, সেইদিকে লক্ষ্য থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর