একসাথে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ! দক্ষিণবঙ্গে কখন থেকে শুরু হবে তাণ্ডব? বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:

বাংলা হান্ট ডেস্ক: গত থেকে থেকে তাণ্ডব চালানোর পর দুদিন ধরে সর্বত্র ভ্যাপসা গরম। গোটা রাজ্যেই কমেছে বৃষ্টির পরিমাণ। বাড়ছে তাপমাত্রা, বহাল আদ্রতাজনিত অস্বস্তি। তবে কাল বদলাচ্ছে আবহাওয়া। রাজ্য জুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর জেরে অধিক আর্দ্রতার চাপে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ফের দাপিয়ে বৃষ্টি হবে। আগামীকাল ২৯ তারিখ, শুক্রবার থেকে ভারী বৃষ্টি (Heavy Rain) চলবে দক্ষিণবঙ্গে।

আগামী ৩০ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় ফের ভিজবে রাজ্য। ২৯ সেপ্টেম্বর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। জমিয়ে বৃষ্টি চলবে উইকএন্ডে। অধিক বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: তদন্তকারী অফিসারদের রাজ্য পুলিশের হেনস্থা! বাধ্য হয়েই সিবিআই SIT-কে রক্ষাকবচ বিচারপতির

তবে আজ দক্ষিণবঙ্গের কোথাওই ভারী বর্ষণের পূর্বাভাস নেই। সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকায়। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস।

weather

তবে আগামীকাল থেকে অর্থাৎ সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিরাট বদল আসতে পারে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ ও কাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এখন উত্তরবঙ্গের কোথাও তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। দুদিন সামান্য বাড়বে তাপমাত্রা। ৩ তারিখ থেকে বাড়তে পারে বৃষ্টি।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X