বিয়ের আগে সহবাস! এক ছেলের বাবা অগ্নিদেবকে বিয়ে করে চরম অপমানিত সুদীপা, এই জুটির বয়সের ফারাক জানেন?

বাংলা হান্ট ডেস্ক : ভালোবাসায় বয়স একটা সংখ্যা! একথা প্রমাণিত হয়েছে বারবার  বাংলা বিনোদন জগতের এমনই এক অসম বয়সি দম্পতি হলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) এবং অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chatterjee)।  বাঙালি দর্শকদের কাছে সুদীপা (Sudipa Chatterjee) ‘রান্নাঘরের রাণী’ নামেই পরিচিত। যদিও তাঁর  সাথে প্রযোজক পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরিচয় হয়েছিল সিরিয়ালে অভিনয় করার সুবাদে ।

সুদীপার (Sudipa Chatterjee) সাথে অগ্নিদেবের বয়সের পার্থক্য কত জানেন?

বহুদিন হলো অভিনয় জগৎকে  বিদায় জানিয়েছেন সুদীপা (Sudipa Chatterjee) । জি বাংলার রান্নার  অনুষ্ঠান সঞ্চালনা করার পর বাংলা জোড়া খ্যাতি পেয়েছেন তিনি। তবে সব ছেড়ে ইদানীং সুদীপা শুরু করেছেন নিজের ব্যবসা। প্রসঙ্গত, সিরিয়ালের সেটে যখন সুদীপার সাথে অগ্নিদেব  চট্টোপাধ্যায়ের প্রথম আলাপ হয়েছিল তখন তিনি ছিলেন বিবাহিত।

সুদীপার সাথে অগ্নিদেবের সম্পর্ক 

আগের তরফে এক পুত্রসন্তান রয়েছেন অগ্নিদেবের। তাই সেসময় বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক তৈরি হওয়ায় অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কেউ কেউ তাঁকে ‘ঘর ভাঙানি’ তকমা  দিয়েছিলেন। যদিও এত বাধা-বিপত্তির পর আজও অটুট সুদীপা-অগ্নিদেবের বিবাহিত জীবন।

আরও পড়ুন : ‘শুরুর বয়স, আর স্বপ্নের সীমানা হয়না!’ প্রথম ঝলকেই দর্শকদের মন জয় করে নীল পায়েল-তথাগত’র নতুন মেগা

বিয়ের আগে সহবাস

বিয়ের আগে দীর্ঘদিন একসাথে সহবাস করতেন তাঁরা। অবশেষে  ২০১৭ সালে আইনি বিয়ে সারেন সুদীপা-অগ্নিদেব। এখন তাঁদের  রয়েছে এক পুত্র সন্তান আদিদেব। তবে অগ্নিদেবের আগের পক্ষের  ছেলে আকাশ চট্টোপাধ্যায়ের সাথেও সুদীপার দারুন বন্ধুত্ব। কিন্তু আজও নানা কারণে বিতর্কে জড়িয়ে পড়েন সুদীপা। বিশেষত অগ্নিদের চট্টোপাধ্যায়ের সাথে দাম্পত্য জীবন নিয়ে অনেক কথাই শুনতে হয় তাঁকে। তাছাড়া অনেকের মধ্যেই চাপা কৌতুহল রয়েছে  সুদিপার সাথে তাঁর  স্বামী অগ্নিদেবের বয়সের পার্থক্য  কত তা জানার জন্য।

Sudipa Chatterjee

সুদীপার সাথে অগ্নিদেবের বয়সের পার্থক্য কত?

একটু ইন্টারনেট ঘাঁটলেই  দেখা যাবে অগ্নিদেবের জন্ম হয়েছে ১৯৬৫ সালে। অন্যদিকে সুদীপার জন্ম ১৯৮৬ সালে। অর্থাৎ হিসাব বলছে তাঁদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য ২১ বছর। তবে শুধু সুদীপা-অগ্নিদেব জুটিই  নয় টলিউডের এই অসম বয়সী  দম্পতিদের তালিকায় রয়েছেন আরো অনেকে। যাদের মধ্যে অন্যতম দোলন রায়-দীপঙ্কর দে,সোহিনী সেনগুপ্ত – সপ্তর্ষি মৌলিক, সোহিনী সরকার-শোভন গাঙ্গুলী কিংবা কাঞ্চন মল্লিক- শ্রীময়ী চট্টরাজ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর