ভয়াল রূপ নিচ্ছে করোনা! ফের বন্ধ ঘোষণা রাজ্যের সমস্ত স্কুল

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণের (Corona Outbreak) গ্রাফ। ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে আট হাজারের গণ্ডি। এমতাবস্থায় রাজ্যের পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফের বন্ধ করা হল সমস্ত স্কুল। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই তা স্কুলথাকবে (School Shut Down)। আপাতত এগিয়ে নিয়ে আসা হয়েছে গ্রীষ্মের ছুটি। নবান্ন  (Nabanna) সূত্রে খবর, আজ অর্থাৎ সোমবার দুপুরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

আরও জানা যাচ্ছে যে, আগামীদিনে পরিস্থিতি পর্যালোচনা করে কবে স্কুল খোলা হবে তা জানানো হবে। উল্লেখ্য, করোনা থেকে সাময়িক রেহাই মেলার পরপরই রাজ্যের স্কুল গুলি খোলা হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়াশুনা চালু হয়েছিল। কিন্তু মারণ ভাইরাস ফের জাঁকিয়ে বসায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

জানানো হয়েছে, কাল থেকেই আর স্কুলে যেতে হবে পড়ুয়া সহ শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদেরও। পাশাপাশি করোনার ফের দাপট এবং বিধানসভা নির্বাচনের কারণে এমনিতেই এবারের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গিয়েছে। গত বছরের শেষে জানানো হয়েছিল এবছরের জুন মাসে হবে দুই পরীক্ষাই। তবে রাজ্যে করোনা মামলা ফের বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত সূচি মেনে পরীক্ষা গ্রহণ হবে কিনা তা সংশয়ের মুখে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা উদ্বেগ জনক পরিস্থিতি তৈরি করতেই, তা রুখতে ইতিমধ্যেই একাধিক রাজ্য সরকার লকডাউন এবং কারফিউ জারি করেছে। বাতিল হয়েছে সিবিএসই এর দশম শ্রেণীর পরীক্ষা, স্থগিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও। পাশাপাশি বাতিল করা হয়েছে, আইসিএসআই এবং আইএসসি-র পরীক্ষাও। এমনকি গতকালই স্থগিত ঘোষণা করা হয়েছে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ভর্তির প্রবেশিকা পরীক্ষা জেইই মেন-ও।

X