“নীল সাদা ইউনিফর্ম চলবে না” কোচবিহারে রাস্তায় নেমে বিক্ষোভ পড়ুয়া থেকে প্রাক্তনীদের

বাংলাহান্ট ডেস্ক : সরকারের তরফ থেকে স্কুল পড়ুয়াদের জন্য বরাদ্দ করা হয়েছে নীল সাদা ইউনিফর্ম। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে পৌঁছে গেছে সরকার থেকে বরাদ্দ ইউনিফির্ম। কিন্তু ইউনিফর্ম পাওয়ার পর কোচবিহারের রাস্তায় দেখা গেল ভিন্ন ছবি।সরকারের নীল সাদা ড্রেস কোডের বিরুদ্ধে রাস্তায় নামলেন সেখানকার একাধিক স্কুলের পড়ুয়া সহ প্রাক্তনীরা।

জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। জেলা শাসকের দফতরের সামনে অবস্থান থেকে রাজপথে বিক্ষোভ মিছিল,বাদ যাচ্ছে না কিছুই। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমি শতবর্ষ প্রাচীন একটি স্কুল।এই স্কুলের পড়ুয়া থেকে প্রাক্তনীরা মিছিল করে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন।তাঁদের দাবি, বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে স্কুলের পোশাকের সাথে। নীল সাদা ড্রেস কোড এই আবেগে আঘাত হানলে তাঁরা মেনে নেবেন না। তাঁদের কথায় এই বিক্ষোভ কারোর বিরুদ্ধে নয়, বরং তাদের ঐতিহ্যকে রক্ষা করতে।

এর পাশাপাশি কোচবিহারের রাম ভোলা হাই স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীরা নীল সাদা ইউনিফর্ম এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন। পড়ুয়াদের মিছিল সামলাতে রীতিমতো বিধ্বস্ত অবস্থা পুলিশের। পড়ুয়াদের পাশাপাশি এই মিছিলে সামিল হয়েছেন অভিভাবকেরাও। তাদের দাবি , ইউনিফর্ম হিসেবে সাদা জামা ,কালো প্যান্ট ছিল। তাই রাখতে হবে। ঐতিহ্যবাহী এই ইউনিফর্ম বদলে নীল সাদা করা যাবে না।

এছাড়াও কোচবিহারের অন্যান্য স্কুলগুলিতেও নীল সাদা ড্রেস কোড নিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মিছিল ও বিক্ষোভের মাধ্যমে পড়ুয়া ও প্রাক্তনীরা নীল সাদা ইউনিফর্ম প্রত্যাহারের দাবী জানাচ্ছেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর