‘ঠিকমত স্কুটি চালাতে পারেন না, রাজ্যের উন্নতি করবেন কি করে?’ মমতাকে খোঁচা অগ্নিমিত্রার

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (mamata banerjee) স্কুটি চালানোকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গাড়ির পরিবর্তে ইলেক্ট্রিক স্কুটিতে চেপে এবং পরবর্তীতে স্কুটি চালিয়েই নবান্ন থেকে বাড়ি ফিরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

স্কুটি চালাতে গিয়ে একবার হাত নড়ে মুহূর্তের মধ্যেই পড়ে যাওয়ার জোগাড় হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই তাঁর রক্ষীরা এবং সঙ্গীরা দ্রুত এসে তাঁকে সামলে নেন। তারপর তাঁকে গার্ড করে বলতে গেলে স্কুটিতে মুখ্যমন্ত্রীকে বসিয়ে একপ্রকার ঠেলে ঠেলেই সেই স্কুটি এগিয়ে নিয়ে যান রক্ষীরা। স্যোশাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয় ব্যাপকহারে।

d5209f4a78446387d775d6361bb75189

স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই দৃশ্যের কিছুটা ভিডিও নিজের ট্যুইটার প্রোফাইল থেকে শেয়ার করে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন অগ্নিমিত্রা পাল। ভোট বাজারে বাংলার দখলের লড়াইয়ে তৃণমূল বিজেপির দ্বন্ধের জের টেনেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে অগ্নিমিত্রা পাল লেখেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী ঠিকমত স্কুটি চালাতে পারছেন না, আর জনগণ বিশ্বাস করবে যে উনি রাজ্যকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাবে!’

প্রসঙ্গত জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ, অসম, পদুচেরি, কেরল আর তামিলনাড়ু এই ৫ রাজ্যে প্রায় একই সঙ্গে ২০২১ সালে নির্বাচন হতে চলেছে। আজ জাতীয় নির্বাচন কমিশন এই পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে বলে জানা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪ঃ৩০ টে নাগাদ প্রেস বার্তার মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর