‘সাহস থাকলে মোদীর বিরুদ্ধে আপনি লড়ুন’, মমতা ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ অগ্নিমিত্রার

বাংলা হান্ট ডেস্ক : কে হবে ২০২৪ সালে কংগ্রেসের ট্রাম্প কার্ড? বারাণসীর (Varanasi) আসন থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চ্যালেঞ্জ জানাতে পারে এমন সাহস কার আছে? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত গোটা দেশ। মোদী বিরোধী ‘ইন্ডিয়া জোট’র (India Alliance) ভেতরেও চলছে এই জল্পনা। একাধিক প্রার্থীর নাম উঠে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তাহলে কে লড়বে এই আসন থেকে?

দিনকয়েক আগেই মোদী বিরোধী মুখ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) নাম নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার সেই মমতাকেই চ্যালেঞ্জ জানিয়ে বসলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বিজেপি নেত্রীর হুঙ্কার, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা কেন, ক্ষমতা থাকলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসীতে লড়ে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়।

এইদিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে অগ্নিমিত্রা পাল বলেন, ‘বারাণসীতে মোদীজির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গাঁধীকে প্রার্থী করার কথা বলেছেন না! মমতা বন্দ্যোপাধ্যায় কেন দাঁড়াচ্ছেন না? আমরা তো চাই, আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়ান। আসন রফা হওয়ার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে আপনি দাঁড়ান। প্রিয়াঙ্কা গাঁধীকে কেন দাঁড় করাচ্ছেন? আপনি প্রধানমন্ত্রী হতে চান তো? তাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়ে দেখান। দেখি কত ক্ষমতা!’

আরও পড়ুন : CBI-র গাড়ি, বাড়ির ব্যবস্থা করবে রাজ্য! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার জবাব দিল রাজ্য

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালেও বারাণসীর প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর নাম উঠে এসেছিল। তবে শেষ পর্যন্ত কংগ্রেস নেতা অজয় রাইকে প্রার্থী করা হয়। যদিও নরেন্দ্র মোদীকে টক্কর দেওয়া তো দূর, কাছাকাছিও পৌঁছাতে পারেননি তিনি। কারণ বারাণসীতে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জয় ছিনিয়ে আনা যে বেশ শক্ত কাজ তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : রাত পোহালে ভোলবদল! ফের খেল দেখাবে অকাল বৃষ্টি, রইল আবহাওয়ার সব থেকে বড় আপডেট

708148 modinarendra 072318

বিগত কয়েক দশকের ইতিহাস ঘাঁটলেই দেখতে পাবেন ১৯৯১ সাল ছাড়া ধারাবাহিকভাবে বারাণসীতে পদ্ম ফুটেছে। তাই এবার মোদী ঝড় থামাথে ভিন্ন পথে হাঁটতে চলেছে ইন্ডিয়া জোট। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দফায় দফায় বৈঠক। চলতি মাসের গোড়ার দিকেই বারাণসীতে একটি মিছিল করার কথা বলেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে প্রশাসনের তরফে অনুমতি না মেলায় বন্ধ হয়ে যায় মিছিলের ভাবনাচিন্তা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর