দেশ বাঁচাতে দিয়েছেন প্রাণ! শহিদ ক্যাপ্টেনের নামে হচ্ছে এই মেট্রো স্টেশনের নামকরণ, প্রশংসা দেশজুড়

বাংলা হান্ট ডেস্ক : আগ্রাতে মেট্রো স্টেশনের (Metro Station) নামে আসছে বড় বদল। কয়েকদিন আগেই আগ্রা জামা মসজিদ মেট্রো স্টেশনের নাম বদলে নামকরণ করা হয় মানকামেশ্বর মেট্রো স্টেশন। কাছেই অবস্থিত প্রাচীন মনকামেশ্বর মন্দিরকে সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয় প্রশাসনের তরফে। এবার ক্যাপ্টেন শুভম গুপ্তার (Shubham Gupta) আত্মত্যাগকে সম্মান জানাতে, আগ্রার বাসাই (Agra Basai) মেট্রো স্টেশনের (Metro Station) নাম পরিবর্তন করা হয়েছে।

গত 2023 সালের 22 নভেম্বর ক্যাপ্টেন শুভম গুপ্তা শহীদ হন জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে। সন্ত্রাসীদের সাথে এনকাউন্টারে নিহত হন তিনি। ক্যাপ্টেন শুভম গুপ্তা 2015 সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং 2018 সালে কমিশন হন। মর্যাদাপূর্ণ 9th Para রেজিমেন্টের দায়িত্বে ছিলেন তিনি। আর এসময়ই সন্ত্রাসীদের বিরুদ্ধে এক অভিযানে জীবন যায় তার।

ক্যাপ্টেন শুভম গুপ্তার বাবা বসন্ত গুপ্ত এবং তার পরিবার এই পদক্ষেপ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাহসী ছেলেকে সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তরপ্রদেশ সরকারকে। কিন্তু এতেও নাকি সমস্যা হচ্ছে কংগ্রেসের। আগ্রা কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র সিং চিল্লু বিজেপির এই পদক্ষেপের নিন্দা করেছেন। তিনি এটিকে একটি সামগ্রিক ‘মেট্রো প্রকল্পের নির্লজ্জ রাজনীতিকরণ’ বলে অভিহিত করেন।

আরও পড়ুন : ১৫০ বছরের পুরনো, রয়েছে মুঘল যোগ! দিল্লিতে ভেঙে ফেলা হচ্ছে প্রাচীন মসজিদ

তাঁর কথায়, এই নাম পরিবর্তন নির্দিষ্ট ধর্মীয় এবং সম্প্রদায়ের অনুভূতিতে বিভ্রান্ত করার লক্ষ্যে তুষ্টির কৌশল। তার দাবী, তাজ ইস্ট গেট মেট্রো স্টেশনটি জওয়ানের বাড়ির অধিক কাছাকাছি ছিল এবং বিজেপি যদি সত্যিই তাকে সম্মান করতে চায়, তবে তাজ পূর্ব গেট স্টেশনের নাম পরিবর্তন করা উচিত ছিল।

আরও পড়ুন : ভারতের বেকারত্ব ছাপিয়েছে পাকিস্তানকে! পড়শীদেশের প্রশংসা করে মোদীকে তুলোধুনো রাহুলের

images (2)

তবে এখানেই কংগ্রেসের রাজনীতি আটকে নেই। আগ্রা কংগ্রেস সভাপতি এও বলছেন যে এটি নাকি গভীরভাবে উদ্বেগের বিষয় যে, বিজেপি শহর এবং বাসিন্দাদের আসল সমস্যাগুলো থেকে সরিয়ে এমন বিভাজনমূলক কর্মকে অগ্রাধিকার দিচ্ছে। যদিও কংগ্রেসের তরফে বিরূপ প্রতিক্রিয়া এসেছে কিন্তু নেটিজেনরা এতে বেজায় খুশি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর