ভারতের বেকারত্ব ছাপিয়েছে পাকিস্তানকে! পড়শীদেশের প্রশংসা করে মোদীকে তুলোধুনো রাহুলের

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচন ২০২৪ (Lok Sabha Election) নিয়ে প্রধানমন্ত্রী ১০০ শতাংশ আত্মবিশ্বাসী হলেও বিরোধী দল কংগ্রেসও প্রস্তুতিতে কোনও খামতি রাখছেনা। নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ না হলেও রাহুল গান্ধী (Rahul Gandhi) জোরদার তার প্রচারপর্ব শুরু করে দিয়েছে। সদ্যই ভারত জোড়ো যাত্রা নিয়ে মধ্যপ্রদেশে পৌঁছেছেন তিনি। আর সেখান থেকেই নরেন্দ্র মোদীকে (Narendra Modi) তোপ দাগলেন কংগ্রেস নেতা।

এইদিন মধ্যপ্রদেশ থেকে রাহুল গান্ধী জাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিমনিটাইজেশন এবং পণ্য ও পরিষেবা কর (জিএসপি) বাস্তবায়নের পর থেকেই ক্ষতির সম্মুখীন হয়েছে ভারত। এমনকি তিনি এটাও বলেন, মোদীর নীতির কারণেই ভারতে বাংলাদেশ, ভুটান এবং পাকিস্তানের চেয়েও বেশি বেকারত্ব রয়েছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথায়, ‘গত ৪০ বছরের মধ্যে আজ দেশে সবচেয়ে বেশি বেকারত্ব। পাকিস্তানের তুলনায় ভারতে বেকারত্ব দ্বিগুণ। আমাদের কাছে বাংলাদেশ এবং ভুটানের চেয়ে বেশি বেকার যুবক রয়েছে কারণ নরেন্দ্র মোদি বিমুদ্রাকরণ এবং জিএসটি প্রয়োগ করে ছোট ব্যবসা শেষ করেছেন।’

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ার কারণে উচ্ছন্নে যাচ্ছে যুব সমাজ! ফেসবুক, এক্স নিষিদ্ধ করতে চলেছে পাকিস্তান

70889df374ee7807d3054713ca85442b1709454629815517 original

এখানেই শেষ নয়, এইদিন ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী আরও বলেন, ‘এসি কোচের সংখ্যা বাড়াতে সাধারণ কোচের সংখ্যা কমানো হচ্ছে। শুধু শ্রমিক-কৃষকই নয়, ছাত্র-ছাত্রী ও চাকরিজীবীরাও এই (সাধারণ) কোচে যাতায়াত করে। সাধারণ কোচের চেয়ে এসি কোচের উৎপাদনও তিনগুণ করা হয়েছে। আসলে, আলাদাভাবে রেলওয়ে বাজেট পেশ করার ঐতিহ্যের অবসান ঘটানো এইসব শোষণকে আড়াল করার ষড়যন্ত্র ছিল।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর