বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে বিঘ্নিত হয়েছে ভারত-পাক সম্পর্ক, পাক প্রধানমন্ত্রী ইমরান খান হঠাৎই পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ভারত নিজের যুদ্ধ সামগ্রী ও যুদ্ধ কলাকুশলীদের উন্নতি এগিয়ে নিয়ে চলেছে। বিভিন্ন দেশ থেকে শক্তিশালী হাতিয়ার আমদানি করা হচ্ছে। ভারত বারবার প্রমাণ করছে যুদ্ধক্ষেত্রে আমরি অন্য দেশগুলির থেকে কম কিছু নয়।
সম্প্রতি, ভারতীয় বায়ুসেনায় যোগ দিতে চলেছে যুদ্ধক্ষেত্র দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর বোয়িং এএইচ-৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার। ভারতীয় বায়ুসেনায় এই কপ্টার এলে দেশের যুদ্ধ শক্তি আরো বাড়বে তা বলাই বাহুল্য। জানা গেছে মঙ্গলবার পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে তা আনুষ্ঠানিকভাবে বায়ুসেনায় যোগ দেবে এএইচ-৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার। সূত্রে খবর, বায়ুসেনার এমআই-৩৫ কপ্টারের পরিবর্তে নিজের ক্রিয়া-কলাপ চালাবে এই বিধ্বংসী কপ্টার।
গত ২৭ জুলাই গাজিয়াবাদের হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে এই কপ্টারের প্রথম ব্যাচটি এসে পৌঁছায়। বিভিন্ন ধাপে পরীক্ষা-নিরীক্ষা করার পর পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে পাঠানো হয়েছে এএইচ-৬৪ই অ্যাপাচে কে। জানা গেছে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে স্বাগতম জানানো হবে এই বিধ্বংসী কপ্টারকে। বায়ুসেনা প্রধান বি এস ধানোরায়ের উপস্থিতিতেই কপ্টারটির শুভারম্ভ সুসম্পন্ন করা হবে।
এএইচ-৬৪ অ্যাপাচে কপ্টার মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বেশ কয়েকটি দেশ বহাল তবিয়তে ব্যবহার করে। এটি সব থেকে বেশি ব্যবহার করার একটি মাত্র কারণ এর বিধ্বংসী মরণ ক্ষমতা। এই কপ্টারে রয়েছে একটি ৩০ মিলিমিটার মেশিন গান, যা এক রাউন্ডে ১২০০ গুলি ছুঁড়তে পারে। শুধু তাই নয়, এএইচ-৬৪ অ্যাপাচে তে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক হেলফায়ার মিসাইল, সঙ্গে রয়েছে হাইড্রা রকেট ছোড়ার ব্যবস্থা। এর সাহায্যে মাটিতে উপস্থিত যেকোনো টার্গেটে একচুল এদিক-ওদিক না করে সঠিক নিশানা লাগানো যেতে পারে। এই কপ্টার ঘণ্টায় ২৭২ মাইল বেগে উড়তে পারে। এতে খুব দ্রুত যেকোন টার্গেটের কাছে পৌছে যাওয়া সম্ভব হয়।
শুধুই বিধ্বংসী হামলা নয় আরো অনেক কাজ করতে পারে এএইচ-৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার। এর মধ্যে রয়েছে যে কোনও যুদ্ধ ক্ষেত্রের ছবি তোলা। বিশেষজ্ঞদের বক্তব্য, লড়াইয়ের ধারনাটাই বদলে দেবে অ্যাপাচে।