২৮ টি টেষ্ট জিতে ধোনিকে পিছনে ফেলে দেশের সফলতম টেষ্ট অধিনায়ক হলেন বিরাট কোহলি।

বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপে দারুন শুরু করল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। সাবাইনা পার্কে দ্বিতীয় টেষ্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কে 257 রানে হারিয়ে 2-0 ব্যবধানে টেষ্ট সিরিজ জিতলো ভারতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে বুমরাহের ভয়ঙ্কর বোলিংয়ে সামনে মাত্র 117 রানেই ইনিংস শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস, তারপর দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও সেই ইনিংসও শেষ হয়ে যায় মাত্র 210 রানেই।

ভারতের ইনিংসের শুরুর দিকে কয়েকবার আঘাত এনেছিল ক্যারিবিয়ান বোলাররা কিন্তু তাদের সেই চেষ্টা ব্যার্থ করে দেয় ভারতীয় ব্যাটসম্যানরা। তুলনামূলক ভাবে ক্যারিবিয়ান বোলিং ইউনিট কিছুটা চেষ্টা করলেও ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ একেবারেই হতাশ করে। আর তাই এই সিরিজ জিততে বেগ পেতে হয় নি ভারত কে। দ্বিতীয় ইনিংসে প্রথম দিকে ভারতীয় টিম কিছুটা ধাক্কা খেলেও ভারত স্বমহিমায় ম্যাচে ফিরে আসে অজিঙ্কা রাহানে এবং হনুমা বিহারীর হাত ধরে। আর এই দুজনের ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ কে দ্বিতীয় ইনিংসে 468 রান টার্গেট দেয় ভারতীয় দল। আর এই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপের কাছে এই 468 রানের টার্গেট কার্যত অসম্ভব ছিল।

2772

প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজেয় 53 রান করে ম্যাচের সেরা হয় হনুমা বিহারী। 64 রান করে বিহারীকে যোগ্য সঙ্গ দেন রাহানে। আর দ্বিতীয় ইনিংসে বোলিং বিভাগে সাফল্য পান ভারতীয় বোলার সামি এবং জাদেজা, দুজনে পান 3 টি করে উইকেট। বুমরাহ পান 2 টি উইকেট। অর্থাৎ দুই ইনিংস মিলে বুমরাহের ঝুলিতে 7 টি উইকেট।

আর এই ম্যাচ জিতেই ভারতের প্রাপ্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে গেলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ধোনি টেষ্ট অধিনায়ক হিসেবে জিতেছিলেন মাত্র 27 টি ম্যাচ আর এই কয়েক দিনের মধ্যেই 28 টি ম্যাচ জিতে ধোনিকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি। সেই সাথে এই মুহুর্তে বিরাট কোহলি হল টেষ্টে ভারতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর