বাংলা হান্ট ডেস্কঃ রবিবারই সাংবাদিক সম্মেলন করে ১০টি প্রতিশ্রুতিবদ্ধ গ্যারেন্টি কার্ড প্রকাশিত করেছে আম আদমি পার্টিন প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তার পরের দিনই অর্থাত্ সোমবার রোড শো করে নমিনেশন জমা করবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির কানাটে পাঁচকুইয়ান মার্গ থেকে রোড শো শুরু করে ইনার সার্কেল এবং আউটার সার্কেলের দিকে গিয়ে শেষ পর্যন্ত প্যাটেল চৌক মেট্রো স্টেশনে গিয়ে মহা মিছিলের সমাপ্তি হবে। তারপরেই নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে নমিনেশন ফাইল জমা করবেন আপ প্রধান তথা দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন কেজরির সঙ্গে তাঁর স্ত্রীও সামিল ছিলেন রোড শো-এ
আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীতে বিধানসভা নির্বাচন। নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই একদফা প্রার্থীর তালিকা প্রকাশ করে ফেলেছেন কেজরি। রবিবার দিল্লিবাসী সমস্যার বিষয়গুলি দূর করার প্রতিশ্রুতি দিয়ে গ্যারেন্টি কার্ডও প্রকাশ করা হয় আপ দলের তরফে।
সোমবার রোড শো করার আগে প্রথমে কেজরিওয়াল যান ভগবান বাল্মীকির মন্দিরে। সেখানে তঁর আশীর্বাদ নিয়ে রোড শো করতে বেরোন। এদিন তিনি নোমিনেশন ফাইল জমা করবেন দিল্লির জামনগর হাউজে এসডিএম-এর অফিসে।
একদিকে রাজধানী নিজেদের দখলে নেওয়ার চেষ্টা গেরুয়া শিবিরের, অন্যদিকে নিজেদের ক্ষমতা বাঁচিয়ে রাখার অসীম চেষ্টা কেজরিওয়াল সরকারের। নির্বাচনের দিকে তাকিয়ে ১০টি প্রতিশ্রুতিবদ্ধ কার্ডও প্রকাশ করে ফেলেছে তাঁরা। সোমবার কেজরির নমিনেশন জমা আরও একধাপ এগিয়ে যাওয়া। নির্বাচন নিয়ে দিল্লির রাজনীতি রীতিমতো উত্তেজনাময়। শেষ পর্যন্ত কি হয়, বলবে দিল্লিবাসী। সময়ের দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।