নন্দীগ্রাম অভিযানে অভিষেক, যেতে পারেন ২০ কিমি পায়ে হেঁটে! শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সম্ভবনা

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে মেতে উঠেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক মাসের বেশি সময় ধরে চলছে এই জনজোয়ার কর্মসূচী। উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে গতকাল শুভেন্দু গড় পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলায় পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার দিনভর একাধিক কর্মসূচী করার পর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো রাত্রি যাপন করেন শুভেন্দু অধিকারীর বাড়ির অদূরেই। গতকাল রামনগরের সভা থেকে সরাসরি নন্দীগ্রামের বিধায়ককে চ্যালেঞ্জও ছুড়ে দেন অভিষেক৷ পাশাপাশি শিশির অধিকারীর উদ্দেশ্যে প্রশ্ন তুলে তিনি বলেন, “কাঁথির সাংসদ স্পষ্ট করুন এখন তিনি কোন দলে আছেন৷”

শুভেন্দু গড়ে আজ তার দ্বিতীয় দিন। আগামিকাল অভিষেকের ‘নন্দীগ্রাম চলো’ কর্মসূচি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এর আগে তৃণমূলের জনসংযোগ যাত্রায় অভিষেকের এ ধরনের মিছিল খুব একটা নজরে আসেনি। তবে বিরোধী দলনেতার জায়গায় পা রেখেই এই কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করলেন অভিষেক।

তৃণমূল সূত্রে খবর, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কুড়ি কিলোমিটার পদযাত্রা করে নন্দীগ্রামে ঢুকবেন এবং সেখানে নন্দীগ্রাম আন্দোলনের শহীদ পরিবার গুলোর সঙ্গে দেখা করবেন। সম্প্রতি শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ের ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের প্রাণ যায় বলে অভিযোগ ওঠে। সেই যুবকের পরিবারের সাথেও দেখা করতে পারেন অভিষেক।

abhishek 2

সেই বাম জামানা থেকে শুরু করে বর্তমান সময়, রাজ্য-রাজনীতির আঙিনায় নন্দীগ্রামকে হাইভোল্টেজ এলাকা হিসেবেই চিহ্নিত করা হয়। ২০১১ সালে তৃণমূল সরকারের ক্ষমতায় আসা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এই নন্দীগ্রাম।

আর বর্তমানে তো খোদ দলের বিরোধী দলনেতাই নন্দীগ্রাম থেকে। গত বিধানসভা নির্বাচনে এই জায়গা থেকেই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেই হারের ক্ষত এখনও তাজা তৃণমূলে। তবে সেসব ভুলে ২৩ পঞ্চায়েতের আগে নন্দীগ্রামে ঝাঁপিয়ে পড়তে চাইছেন অভিষেক। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোট পূর্বে শুভেন্দু গড়ে এই মাত্রার সভা করে বিরোধী দলনেতাকে কার্যত সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের ‘যুবরাজ’।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর