হয়ে যান সতর্ক! জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, RBI প্রকাশ করল ছুটির তালিকা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India, RBI) তরফে চলতি বছরের জুন মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা (Bank Holidays) প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য যে, RBI-এর তরফে প্রতি মাসেই ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করা হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিকে, ওই তালিকা অনুযায়ী জানা গিয়েছে যে, জুন মাসে দেশের একাধিক রাজ্য মিলিয়ে ১২ দিন পর্যন্ত থাকবে ব্যাঙ্ক। যার ফলে গ্রাহকদের অবশ্যই সতর্ক থাকতে হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, তালিকায় থাকা এই ছুটির মধ্যে অবশ্য সংশ্লিষ্ট মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, ব্যাঙ্কের এই ছুটির দিনগুলি আবার বিভিন্ন সার্কেল অনুযায়ী পরিবর্তিত হয়। এমতাবস্থায়, ২০২৩ সালের জুনের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দেশের বিভিন্ন সার্কেলের পরিপ্রেক্ষিতে সব মিলিয়ে ব্যাঙ্কগুলি প্রায় ছয় দিনের জন্য বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

মূলত, খারচি পূজা, বকরি ঈদ এবং রাজা সংক্রান্তির মতো উৎসব ওই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট দিনগুলিতে কোথায় কোথায় ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে সেই বিষয়টিও উপস্থাপিত করা হয়েছে। ফলে গ্রাহকদের আগামী মাসের জন্য ব্যাঙ্কিং কাজকর্ম করার ক্ষেত্রে অবশ্যই RBI-এর জারি করা এই ছুটির ক্যালেন্ডারটিতে নজর রাখতে হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নির্ধারিত ওই ছুটির দিনগুলিতে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং এবং UPI-এর মতো পরিষেবা কিন্তু ছুটির দিনেও উপলব্ধ থাকে। অর্থাৎ, গ্রাহকেরা এই পরিষেবাগুলি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আগামী মাসের ছুটির তালিকাটি উপস্থাপিত করছি।

জুন মাসের ছুটির তালিকা:
* ৪ জুন: রবিবারের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
* ১০ জুন: মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
* ১১ জুন: রবিবারের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
* ১৫ জুন (বৃহস্পতিবার): Y.M.A. ডে/রাজা সংক্রান্তি। আইজল এবং ভুবনেশ্বরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
* ১৮ জুন: রবিবারের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
* ২০ জুন (মঙ্গলবার): রথযাত্রা। ভুবনেশ্বর এবং ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
* ২৪ জুন: মাসের চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

bank closed for 6 days

* ২৫ জুন: রবিবারের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
* ২৬ জুন (সোমবার) খারচি পূজা। আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
* ২৮ জুন (বুধবার): বকরি ঈদ (ঈদ-উল-জুহা)। বেলাপুর, জম্মু, নাগপুর, শ্রীনগর, কোচি, মুম্বই এবং তিরুবনন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
* ২৯ জুন (বৃহস্পতিবার): বকরি ঈদ (ঈদ-উল-আধহা)। ভুবনেশ্বর, গ্যাংটক, কোচি, মুম্বই, বেলাপুর, নাগপুর এবং তিরুবনন্তপুরম ছাড়া সমস্ত জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর