পূর্ব মেদিনীপুরকে ১০০০ কোটির প্রকল্প উপহার মুখ্যমন্ত্রীর! শুভেন্দু গড়ের অদূরেই খেজুরিতে মমতা

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। প্রস্তুতি তুঙ্গে। আটঘাট বেঁধে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহেই সোমবার চার দিনের পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে পৌঁছেই প্রায় তিন লক্ষ মানুষের হাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেবেন বলেন তৃণমূল সুপ্রিমো।

ভোটমুখী রাজ্যে মমতার এই জেলা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তৃণমূল সুপ্রিমোর এই ৪ দিনের সূচিতে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা রয়েছে। নন্দীগ্রাম লাগোয়া খেজুরিতেও প্রশাসনিক সভা করার কথা রয়েছে মমতার। জানা গিয়েছে এদিন খেজুরি ঠাকুরনগরের মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে জেলার মানুষদের প্রায় এক হাজার কোটি টাকার উপহার দিতে চলেছেন মমতাময়ী মমতা।

   

সূত্রের খবর, এদিনের সরকারি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে খেজুরির ঠাকুরনগর হাই স্কুলের মাঠে। যেখানে রাজ্যের একাধিক জনপ্রিয় প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী-সহ অন্যান্য প্রকল্পের পরিষেবা পেতে চলেছেন সে জেলার প্রায় ২ লক্ষ ৯৮ হাজার বাসিন্দা। মমতার সবুজ সাথী প্রকল্পের অধীন সাইকেল দেওয়া হবে ৭৭ হাজার ছাত্র-ছাত্রীদের। সবমিলিয়ে সোমবার ৫০০ কোটি টাকার মূল্যের ৫৫৪টি প্রকল্প সহ শিলান্যাস হবে ৩০০ কোটি টাকা মূল্যের ৭০ টি প্রকল্পের।

mamata 2

রাজ্যে পঞ্চায়েত ভোটের ঠিক আগে মমতার এই জেলা সফরকে হাতিয়ার করেই কোমর বাঁধতে শুরু করেছেন দলের কর্মী-সমর্থকেরাও। জানিয়ে রাখি, সরকারি কর্মসূচির পাশাপাশি এই সফরে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা তৃণমূল সুপ্রিমোর। মমতার এই জেলা সফর সূচিতে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গার নাম থাকলেও খেজুরি থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত নন্দীগ্রামের উল্লেখ তার নেই। যা নিয়ে ইতিমধ্যেই জোর চৰ্চা শুরু হয়েছে রাজনীতির অন্দরে।

পূর্ব মেদিনীপুর সফরে মমতা দিঘার জগন্নাথ মন্দিরের প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখতে যাবেন বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, পূর্বে গত বছরের সেপ্টেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলায় যান মুখ্যমন্ত্রী। তার পর এবার ভোটের আগে একেবারে ১০০০ কোটির প্রকল্প উপহার নিয়ে হাজির মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর