বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাস পাঁচেকও বাকি নেই। তার আগেই শেষ বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু করে দিল নবান্ন (Nabanna)। এখনও বিধানসভার বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা হয় নি। তবে, সাধারণত ফেব্রুয়ারিতেই এই অধিবেশন হয়ে থাকে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই আগাম প্রস্তুতিতে জোর দিল রাজ্য সরকার।
এক গুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন (Nabanna)
বাজেট অধিবেশনের প্রস্তুতির জন্য রাজ্যের সব দপ্তরকে একগুচ্ছ নির্দেশিকা পাঠানো হয়েছে নবান্নের (Nabanna) তরফে। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট প্রকাশনার প্রস্তুতির অংশ হিসেবে রাজ্য সরকারের অধীনস্থ বাণিজ্যিক ও আধা-বাণিজ্যিক কার্যকলাপে যুক্ত সংস্থাগুলিকে তাদের গত তিনটি অর্থবর্ষের সম্পূর্ণ হিসেব-নিকেশ জমা দিতে বলা হয়েছে।
এই নির্দেশিকা জারি করেছেন রাজ্যের অর্থসচিব প্রভাতকুমার মিশ্র। সমস্ত দপ্তরের প্রধান সচিবদের কাছে এই নির্দেশ পাঠিয়ে দ্রুত বাজেট সংক্রান্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রতিটি দপ্তরের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন এবং সংযুক্ত তালিকায় থাকা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ও কর্পোরেশনগুলির প্রয়োজনীয় আর্থিক বিবরণী নির্দিষ্ট তালিকা অনুযায়ী জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাজ্যের নির্ধারিত পোর্টালের মাধ্যমেই ২০২৬-২৭ সালের বাজেট প্রকাশনার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য সংকলন করা হবে। এই কাজের জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে বাজেট প্রকাশনার প্রস্তুতি সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করে অর্থ দপ্তরের পোর্টালে আপলোড করতে হবে।নির্দেশিকা অনুযায়ী, সমস্ত ডেটা অর্থ দপ্তরের পোর্টালেই জমা দিতে হবে এবং এই বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে সব বিভাগীয় প্রধান সচিবকে।

আরও পড়ুনঃ SIR প্রক্রিয়ায় তৃতীয় লিঙ্গের নাম তোলা নিয়ে মামলা, কী সিদ্ধান্ত নিল আদালত?
উল্লেখ্য, এসআইআর-এর কাজ চলাকালীন যাতে সরকারি উন্নয়নমূলক কাজে কোনও বিঘ্ন না ঘটে, সে বিষয়ে প্রশাসনিক বৈঠক থেকে একাধিকবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ছাব্বিশের নির্বাচনের আগে মানুষের বাড়িতে বাড়িতে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার কথাও বলেছেন তিনি। সেই আবহেই আসন্ন বাজেট অধিবেশনের জন্য প্রয়োজনীয় তথ্য দ্রুত অর্থ দফতরের পোর্টালে আপলোড করার নির্দেশ দিল নবান্ন (Nabanna)।












