বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটের প্রস্তুতির আবহে সরকার পার্সোনাল ইনকাম ট্যাক্স (Income Tax) সিস্টেমকে কোন দিকে নিয়ে যেতে চায় তা এখন স্পষ্ট হয়ে উঠছে। ২০২৫ সালের বাজেটে করা বড় পরিবর্তনগুলি, বিশেষ করে নিউ ট্যাক্সি রিজিমে বেসিক এগজাম্পশন লিমিট বৃদ্ধির সিদ্ধান্ত, এই দিকটিকে আরও শক্তিশালী করেছে। ২০২৫ সালের বাজেটে নিউ ট্যাক্স রিজিমের অধীনে ট্যাক্স ছাড়ের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৪ লক্ষ টাকা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর ফলে, স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধির ফলে, বেতনভুক্ত কর্মচারীদের জন্য ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত হয়ে হয়।
ইনকাম ট্যাক্স (Income Tax) সম্পর্কিত বিশেষ ইঙ্গিত:
২০২৬ সালের বাজেট আসন্ন: জানিয়ে রাখি যে, ২০২৬ সালের বাজেট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক করদাতা ভাবছেন যে তাঁদের কী ওল্ড ট্যাক্স রিজিমে থাকা উচিত নাকি নিউ ট্যাক্স রিজিমে স্থানান্তরিত হওয়া উচিত। তথ্য থেকে দেখা যাচ্ছে যে, নিউ ট্যাক্স রিজিমের দিকে পরিবর্তন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০২৪-২৫ সালের অ্যাসেসমেন্ট ইয়ারে দাখিল করা ৭.২৮ কোটি ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে প্রায় ৭২ শতাংশ, অর্থাৎ ৫.২৭ কোটি নিউ ট্যাক্স রিজিমের মাধ্যমে দাখিল করা হয়। ওল্ড ট্যাক্স রিজিম বেছে নেওয়া ব্যক্তিদের সংখ্যা ছিল মাত্র ২.০১ কোটি। এই প্রবণতা ২০২৬ সালের বাজেটে সরকারের সিদ্ধান্তগুলিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।

বিস্তারিত: নিউ ট্যাক্স রিজিম এখন বেতনভুক্ত কর্মচারী এবং পেনশনভোগী উভয়কেই ৭৫,০০০ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুযোগ দেয়। এছাড়াও, বেতনভুক্ত ব্যক্তিদের জন্য ট্যাক্স ফ্রি আয়ের সীমা ১২.৭৫ লক্ষ টাকায় বৃদ্ধি করা হয়েছে। কারণ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় ট্যাক্স মুক্ত। ব্যাঙ্কবাজারের মতে, এই পরিবর্তনগুলি মধ্যবিত্ত শ্রেণির হাতে আরও বেশি অর্থ বাঁচাবে। যার কারণে ব্যয় এবং বিনিয়োগ উভয়ই বাড়তে পারে। এদিকে, নতুন ৩০ শতাংশ ট্যাক্স স্ল্যাব এখন কেবল ২৪ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে, পূর্বে এই সীমা কম ছিল। এর ফলে সরাসরি মধ্যম আয়ের গোষ্ঠী উপকৃত হবে।
আরও পড়ুন: T20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ! জানানো হল ICC-কে, কী প্রতিক্রিয়া BCCI-র?
ট্যাক্স সঞ্চয়ের পরিসংখ্যানও এই পরিবর্তনকে স্পষ্টভাবে চিত্রিত করে। ওল্ড ট্যাক্স রিজিমে ৭.৫ লক্ষ টাকার আয়ের ওপর ৬৫,০০০ টাকা ট্যাক্স ধার্য করা হত। কিন্তু নিউ ট্যাক্স রিজিমে এখন এই ট্যাক্স শূন্য। নিউ ট্যাক্স রিজিমে ১৫ লক্ষ টাকা আয়ের ওপর ওল্ড ট্যাক্স রিজিমের তুলনায় প্রায় ৩৬,৪০০ টাকা বা ২৫ শতাংশ সাশ্রয় হবে।
এদিকে, ২০ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন। তবে, আয় ৩০ লক্ষ টাকার ওপরে বৃদ্ধি পেলে, সঞ্চয়ের শতাংশের অংশ হ্রাস পায়। সামগ্রিকভাবে, সরকারের লক্ষ্যগুলি স্পষ্ট। সেগুলি হল কম ডিডাকশন, একটি সহজ ব্যবস্থা এবং ৭.৫ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকা আয়ের করদাতাদের জন্য সর্বাধিক সুবিধা। এই সংকেত ২০২৬ সালের বাজেটের দিকনির্দেশও নির্ধারণ করতে পারে।












