আর মালা ছুঁড়ে বিয়ে নয়, রঞ্জাকে ছেড়ে পিলুর সিঁথিতেই সিঁদুর তুললো আহির! নেটিজেনদের কটাক্ষ, ‘গাঁজাখুরি’

   

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালে (Bengali Serial) জমাটি বা ভিন্ন স্বাদের গল্প থাকুক না থাকুক, বিয়ে পর্ব থাকবেই। আলাদা হতে পারল না ‘পিলু’ও (Pilu)। প্রথমে গানের গল্প দিয়ে সিরিয়াল শুরু হলেও অবধারিত ভাবে এখানেও এসে পড়ল বিয়ের টুইস্ট। পিলু আহিরের বিয়ে অবশ‍্য আগেই আগেই দেখানো হয়ে গিয়েছিল। তবে সেটা ছিল উড়ন্ত বিয়ে। থুড়ি, উড়ন্ত মালা ছুঁড়ে বিয়ে!

তবে এবারে আর কোনো বিতর্কের অবকাশ রাখেনি আহির। সকলের সামনেই পিলুকে টেনে নিয়ে তার সিঁথি রাঙিয়ে দিয়েছে সিঁদুরে। পিলু আহিরের প্রথম বিয়েটা হয়েছিল পুরুলিয়ায় টুসু পরবে। টুসু দেবীর সামনেই ভুল করে ওস্তাদজি অর্থাৎ আহিরের গলায় মালা পরিয়ে দিয়েছিল পিলু।

IMG 20220222 181555
বিয়েটা সত‍্যি সত‍্যিই হয়ে গিয়েছে কিনা তা জানতে নিজের আরাধ‍্য বজরঙ্গ বলীর কাছে ইঙ্গিত চেয়েছিল সে। এরপরেই হনুমানজির পবিত্র সিঁদুরে তার সিঁথি রাঙা হয়ে যায়। সে বিয়েটা অবশ‍্য পিলু একাই মেনেছিল, আহির মানেনি। এমনকি সুরমহলের কয়েকজন ছাড়া আর কেউই জানত না এই বিয়ের কথা।

কিন্তু সম্প্রতি সকলের সামনে গুরুজি অর্থাৎ আদিত‍্যনারায়ণের মেয়ে রঞ্জার সঙ্গে আহিরের বিয়ের ঘোষনা হতেই বাজ পড়ে পিলুর মাথায়। এদিকে কোনো ভাবে তার আর আহিরের গোপন বিয়ের কথাটাও পাঁচকান হয়ে যায়। সবটা জানাজানি হয়ে যেতেই রঞ্জার মা ঋজুলা স্থির করেন এক্ষুণি আহিরের সঙ্গে মেয়ের বিয়েটা দিয়ে দেবেন।

IMG 20220222 181528
এদিকে সদ‍্য প্রকাশ‍্যে আসা প্রোমোতে দেখা গিয়েছে, আহিরের বাবা পণ্ডিত আদিত‍্যনারায়ণকে অপমান করছেন। ওস্তাদজির অপমান সইতে না পেরে পিলুর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় আহির। রঞ্জার কোনো বারনই শোনে না সে।

https://www.instagram.com/p/CaRDXPNq-HR/?utm_medium=copy_link

যদিও প্রোমো দেখে নেটিজেনদের একাংশ একেবারেই প্রসন্ন নন। কয়েকজনের দাবি, মিঠাইকে নকল করে চলছে সবকটা সিরিয়াল। আবার অনেকের মতে, সব সিরিয়ালের গল্পই একরকম। ভিন্ন কিছুই দেখা যাচ্ছে না। একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে শেষমেষ সিঁদুর উঠছে আরেকজন সিঁথিতে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর