লকডাউন না মেনে ভোট প্রচার করছেন বিজেপি নেত্রী সুজাতা মন্ডল, পুরানো ভিডিও পোস্ট করে কাঠগড়ায় কংগ্রেস

একদিকে করোনা ভাইরাস এর জন্য গোটা দেশ যখন লড়াই করছে, সেই সময়ও দেশে রাজনৈতিক দ্বন্দ্বের গ্রাফ কোনোভাবেই নীচে আসেনি। কংগ্রেসের বরিষ্ঠ ও সর্বভারতীয় নেতা আহমেদ প্যাটেল তার টুইটার হ্যান্ডেল থেকে বিজেপির বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ কে আক্রমন করে একটি টুইট করে। টুইটে দাবি করা হয়, লকডাউনের নিয়ম না মেনে মাক্স বিতরণ করছে এবং CAA এর সমর্থন নিয়ে বেরিয়ে পড়েছেন। কিন্তু এই নিয়ে পাল্টা সোচ্চার হয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতা মন্ডল।

আহমেদ প্যাটেল টুইট করে বলেছেন, বিজেপির কি ভোট প্রচারে বিশেষ অনুমতি আছে? যদিও টুইটের পাল্টা জবাব দিয়ে সুজাতা খাঁ বলেন, ১৫ ই মার্চ সিএএ এর সমর্থনে কলকাতায় বাগবাজারের মাক্স বিতরণ করা হয়েছিল, তখন কেন্দ্র-রাজ্য তরফ থেকে কোন নির্দেশিকা জারি করা হয়নি। সেই পুরনো ভিডিও নিয়ে কংগ্রেসের বর্ষীয়ান নেতা আহমেদ প্যাটেল টুইট করেছেন বলে বিজেপি নেত্রী দাবি করেছেন। জবাব দিতে ছাড়েননি সাংসদ সৌমিত্র খাঁ, তিনি বলেন মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে কিন্তু কংগ্রেস দেশটাকে ক্রমশ পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মানুষ ২০১৯ এ তাদের প্রত্যাখ্যান করেছে তার পরেও তারা কিভাবে এই মিথ্যা রাজনীতি করছে।

এদিকে সুজাতা মন্ডল বলেন নোংরা রাজনীতি কংগ্রেস কেন্দ্রের বিরোধী নেতারা করছে আর রাজ্যের শাসক দল তৃণমূল নোংরা রাজনীতি করছে। এখন করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্বের কাছে ভারতের নাম উজ্জ্বল করেছেন নরেন্দ্র মোদি আর সেই সময় দেশকে পিছিয়ে দেওয়ার জন্য মোদির কাজকর্মকে পিছিয়ে দেওয়ার জন্য এই নোংরা রাজনীতি করা হয়েছে। এর যোগ্য জবাব মানুষ দিয়েছে তারপরও তারা কিভাবে এই মিথ্যে রাজনীতি করে। মানুষকে বোঝানোর কোনো প্রশ্ন নেই কারণ সর্বস্তরের মানুষ এটি দেখছেন।

এদিকে পুরানো ভিডিও পোস্ট করার ইস্যুতে কংগ্রেসের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি কিন্তু অনেকে বলেছেন মিথ্যে ছবি এবং পুরনো ছবি দিয়ে রাজনীতি করাটা মোটেও ঠিক সময় নয়। এখন দেখার বিষয় কংগ্রেসের পক্ষ থেকে ভুল স্বীকার চাওয়া হয় কিনা?

সম্পর্কিত খবর