সাধু হলে কেমন লাগবে ধোনি, কোহলি, সচিনদের! মনমুগ্ধকর ছবি একে সবাইকে তাক লাগালো AI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI যেন গোটা পৃথিবীর সামনে এক নতুন জগৎ উন্মুক্ত করছে। প্রতিনিয়ত মানুষের সামনে বিভিন্ন বিষয় নিয়ে নতুন নতুন ধারণা তুলে আনছে AI। এবার ক্রিকেট জগতে এমন এক্সপেরিমেন্ট চালু করলো ‘Wild Trance’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ।

ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের মধ্যে কিছু ক্রিকেটারকে বেছে নিয়েছেন তারা। তাদেরকে AI-এর সাহায্য নিয়ে সাধুর রূপ দেওয়া হয়েছে। এর ফলে এক একজন তারকা ক্রিকেটার অদ্ভুত ও চমকে দেওয়া অবতারে আবির্ভূত হয়েছেন। যেন সাধু রূপে বৃন্দাবনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন তারা। একে একে দেখে নেওয়া যাক তাদের রূপ।

sachin monk

১. সচিন টেন্ডুলকার: সদা হাস্যমুখ এই ক্রিকেটার নিজের সাধু অবতারেও মন খুলে হাসছেন। তার এই অবতারটি একেবারেই মন ভালো করা রূপ।

২. রোহিত শর্মা: বর্তমান ভারতীয় অধিনায়ককে নিয়ে অনেকের একটা অভিযোগ রয়েছে। তিনি নিজের শরীর সম্পর্কে যে সচেতন নন এবং দিন দিন তার ওজন বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও সেই একই ধারণায় বিশ্বাসী তার এই অবতারের ক্ষেত্রেও।

৩. সৌরভ গঙ্গোপাধ্যায়: প্রাক্তন এই ভারতীয় অধিনায়ককে যার রূপ দেওয়া হয়েছে সেটি বোধহয় এই প্রতিবেদনে থাকা সকলের মধ্যে সবচেয়ে বেশি হাস্যকর। সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে এমন রূপে দেখা যেতে পারে, তা কোনওদিনও কেউ আগে হয়তো ভাবতেই পারেননি।

kohli monk

৪. বিরাট কোহলি: তাকে পুরো জটাধারী সন্ন্যাসীর আকার দিয়েছে এ আই। এক নজর দেখলে চেনাই যাচ্ছে না ভারতের এই প্রজন্মের সবচেয়ে বড় তারকাকে।

dhoni monk

৫. মহেন্দ্র সিংহ ধোনি: তাকে গোটা ক্রিকেট বিশ্বচেনে ক্যাপ্টেন কুল বলে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার যে চেহারা নির্মাণ করেছে তা দেখে মনে হয় সেই নামকরণ যেন এখানেও সার্থক হয়েছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর