এই পথ যদি না শেষ হয়ঃ এডভেঞ্চার প্রেমীদের জন্য মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর

বাংলা হান্ট ডেস্ক: এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত তুমি বলো তো? প্রায় কয়েক দশক আগের উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত ওগো বধূ সুন্দরী এই গান  আজও আমাদের মননে একই ভাবে গেঁথে রয়েছে। এ বার সেই এই পথ যদি না শেষ হয় গান থেকে নিয়ে সিনেমা বানিয়ে ফেললেন পরিচালক সোহম দাশগুপ্ত। যদিও এই গল্পটা অনেকটাই আলাদা।

আসলে এই সিনেমার আসল গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সাইবেরিয়ায় বন্দি শিবির গুলি থেকে পালাল কিছু সাহসী মানুষের স্বাধীনতা এবং বেঁচে থাকার জন্য লড়াইকে কেন্দ্র করে। তাঁদের হিমশীতল রাত উপেক্ষা করে খাদ্য বস্ত্র জল এসব ছাড়াই বেঁচে থাকার এক অদম্য লড়াইকে কেন্দ্র করে।                                                                                                                                                                                                        1941 সালে ডক্টর অভয় মিত্র নামের এক ভারতীয় মেডিকেল তদন্তকারীকে গুপ্তচর ভেবে আটকে রেখেছিল পুলিশ। এর পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা প্রমাণ করতে বাধ্য করে তদন্তকারীরা , এর পর তাকে সাইবেরিয়ার একটি শিবিরে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে, যেখানে আরও কয়েকজন বিদেশি আটক ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন অ্যালবার্ট ।

যিনি অভয়কে নিয়ে গোপনে বৈকাল ভারত পেরিয়ে মঙ্গোলিয়ায় পালানোর পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী তারা যখন শিবির থেকে পালিয়ে রাশিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যে একটি সীমান্তে পৌঁছায় বাকিরা তখন দক্ষিণের দিকে এগিয়ে যায়, এর পর দক্ষিণে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গেই গোবি মরুভূমিতে এসে ভয়ানক খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়।

যদিও নিজেদের লক্ষ্যকে অবিচল রেখে মাসের পর মাস তাঁরা হাঁটতেই থাকে, এর পর হিমালয়ের উপর দিয়ে হাঁটতেই থাকে শেষ হয় না তাঁদের হাঁটার পথ। এ ভাবেই তাঁদের পথ না সে সবার গল্প নিয়েই পরিচালক সোহম দাশগুপ্ত এই পথ যদি না শেষ হয় সিনেমা বানিয়েছেন।

ad

সম্পর্কিত খবর