বাংলা হান্ট ডেস্ক: ছেলে অপহরণের শোকের মধ্যেই এবার হাফিজ সইদের (Hafiz Saeed) ঘনিষ্ঠকে গুলি করে খুন। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তইবার (LET) অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি মুফতি কায়সার ফারুককে (Mufti Qaiser Farooq) করাচিতে (Karachi) গুলি করে হত্যা করা হয়েছে।
কায়সার ফারুক এলইটি-র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিল। ২৬/১১ মুম্বই হামলার (Mumbai Attack) অন্যতম মাস্টার মাইন্ড হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, শনিবার সাবানাবাদ এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে ৩০ বছর বয়সি কায়সার ফারুককে টার্গেট করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। সেই হামলায় পিঠে গুলি লাগে কায়সারের। এরপর গুলিবিদ্ধ অবস্থায় ফারুককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইতিমধ্যেই ফারুকের হত্যার ভিডিও সিসিটিভি ফুটেজে (CCV Footage) ধরা পড়েছে। সেই ভিডিওতে দেখা যায় সাদা পাঞ্জাবি পরে হেঁটে আসছিল কায়সার। যদিও তার সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। ওই হামলায় একজন নাবালকও আহত হয়েছে বলে খবর।
এদিকে গত কয়েকদিন ধরেই ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিস সইদের ছেলে নিখোঁজ। জানা গিয়েছে, ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ সে। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ টাইমস অ্যালজেব্রা একটি পোস্ট করে এক্স হ্যান্ডেলে। ওই পোস্টে ছবি দিয়ে লেখা হয়, হাফিজ পুত্র কামালউদ্দিন সইদ (Kamaluddin Saeed) গায়েব। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনেও এমনটাই লেখা হয়েছে। হাফিজের ছেলের গায়েব হয়ে যাওয়ার ঘটনায় নেটিজেনদের একাংশের দাবি, এর জেরে পাকিস্তানের জঙ্গি (Terrorist) সংগঠনগুলির মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
Qaiser Farooq, one of India's most wanted LeT terrorist was gunned down in Karachi last evening. He was a close aide of Hafiz Saeed & was involved in 2020 Sopore police station attack. Sabki lottery khul rhi hai Inshallah. pic.twitter.com/ED8VX28zzl
— Gen Zia-Parody (@zia_haq135) October 1, 2023
ছেলেকে না খুঁজে পেয়ে খোদ জঙ্গির চোখেও জল জল। চোখে জল হাফিজের। কামালউদ্দিনের গায়েব হওয়ার ঘটনা জানার পর থেকেই অঝোরে কেঁদে চলেছেন মুম্বই হামলার মাস্টারমাইন্ড। আর তারই মধ্যে এবার তার ঘনিষ্ঠকে খুন করা হল। যার জেরে বলাই যায়, পাকিস্তানের সাধারণ মানুষ তো দূর, সেখানে সুরক্ষিত নেই সন্ত্রাসীরাও।