আর মিলবে না ছাড়! এবার এই ব্যক্তিদের দিতে হবে ২৮ শতাংশ কর, স্পষ্ট জানিয়ে দিল সরকার

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, ই-গেমিং (E-Gaming), ক্যাসিনো এবং ঘোড়দৌড়ের ক্ষেত্রে GST (Goods and Services Tax) আইনের সংশোধিত বিধানগুলি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রক ১ অক্টোবর তারিখটি বেছে নিয়েছে। কেন্দ্রীয় GST আইনের সংশোধনী অনুসারে, ই-গেমিং, ক্যাসিনো এবং ঘোড়দৌড়কে লটারি, বাজি এবং জুয়ার মতো “অ্যাকশনেবল” হিসাবে গণ্য করা হবে এবং ২৮ শতাংশ GST লাগু হবে। এমতাবস্থায়, আজ অর্থাৎ ১ অক্টোবর থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। যদিও, ই-গেমিং সংস্থাগুলি বলেছে যে, যেহেতু অনেক রাজ্য এখনও তাদের GST (SGST) আইনে সংশোধনী পাস করেনি, তাই কেন্দ্রীয় সরকারের এই বিজ্ঞপ্তিটি CGST এবং IGST আইনে বিভ্রান্তি তৈরি করবে।

GST: কেন্দ্রীয় GST আইনের পরিবর্তন অনুসারে, অনলাইন গেমিং, ক্যাসিনো এবং ঘোড়দৌড় লটারি, বাজি এবং জুয়ার সমতুল্য “অ্যাকশনেবল” হিসেবে বিবেচিত হবে এবং বাজির সম্পূর্ণ মূল্যের ওপর ২৮ শতাংশ GST-র অধীনে হবে। GST আইনের সংশোধনী অনুসারে, বিদেশি অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলির জন্য ভারতে রেজিস্ট্রেশন করা এবং দেশীয় আইন অনুসারে কর প্রদান করা বাধ্যতামূলক হবে।

This time these people will have to pay 28 percent tax

২৮ শতাংশ কর: ইন্টিগ্রেটেড GST (IGST) আইনের সংশোধনী অফশোর অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলির জন্য ভারতে রেজিস্ট্রেশন করা এবং দেশীয় আইন অনুসারে ২৮ শতাংশ কর প্রদান করা বাধ্যতামূলক করেছে। কেন্দ্র ও রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সমন্বয়ে গঠিত GST কাউন্সিল জুলাই এবং আগস্টে তার সভাগুলিতে অনলাইন গেমিং, ক্যাসিনো এবং ঘোড়দৌড়কে ট্যাক্সযোগ্য এবং পদক্ষেপযোগ্য দাবি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আইনের সংশোধনী অনুমোদন করেছে।

আরও পড়ুন: মাধ্যমিকের টেস্ট পরীক্ষার আগেই বড় অ্যাকশন পর্ষদের! এই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হল প্রধান শিক্ষকদের

GST আইনে সংশোধনী: কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকর করতে, সংসদ গত মাসে কেন্দ্রীয় GST এবং ইন্টিগ্রেটেড GST আইনে সংশোধনী পাস করেছে। এরপর গত ৬ সেপ্টেম্বর এইসব কোম্পানির মাধ্যমে মূল্যায়নের নিয়মও জারি করা হয়। রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রার কাছে একটি চিঠিতে, অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন (AIGF) জানতে চেয়েছে যে, প্রায় ১৫ টি রাজ্য এখনও তাদের GST আইনে পরিবর্তন করেনি। এমতাবস্থায়, রেজিস্টার্ড অনলাইন গেমিং কোম্পানির মাধ্যমে ওই রাজ্যগুলির খেলোয়াড়ের কাছ থেকে প্রাপ্ত অর্থের ওপর GST লাগু করার বিষয়টি কেমন হবে?

আরও পড়ুন: বাইকে ভুলেও করবেন না এই ৪ কাজ, ধরা পড়লেই হাতে পাবেন বড় অঙ্কের চালান

পাশাপাশি, ফেডারেশন কেন্দ্রকে এই বিষয়গুলি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছিল এবং জানিয়েছিল যতক্ষণ না সমস্ত রাজ্য GST প্রকল্প এবং ভারতের সুপ্রিম কোর্টের রায়ের সাথে সঙ্গতি রেখে তাদের নিজ নিজ সংশোধনী পাস করে ততক্ষণ স্পষ্টীকরণের মাধ্যমে এই সমস্যার সমাধান করা প্রয়োজন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর