বাইকে ভুলেও করবেন না এই ৪ কাজ, ধরা পড়লেই হাতে পাবেন বড় অঙ্কের চালান

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক যুবকই চান একটি স্টাইলিশ এবং দুর্দান্ত বাইকের (Bike) মালিক হতে। অনেকেই খুব তাড়াতাড়ি তাঁদের এই স্বপ্ন পূরণ করে ফেলে নিজের মনের মতো করে সাজিয়ে তোলেন স্বপ্নের বাইককে। এমনকি, অনেকেই আবার বাইক কেনার পর সেটিতে বিভিন্ন মডিফিকেশনের (Modification) মাধ্যমে স্টাইলিশ ফিচার্স অন্তর্ভুক্ত করে ফেলেন। যেগুলির ক্ষেত্রে খরচের পরিমাণও নেহাত কম হয় না। কিন্তু, আপনি কি জানেন বাইকের এহেন সাজসজ্জার জন্য আপনার বড় অঙ্কের জরিমানা হতে পারে?

হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। অধিকাংশজনই এই বিষয়টি সম্পর্কে জানেন না। আর সেই কারণেই অনেক সময়ে তাঁদের বড় জরিমানার সম্মুখীন হতে হয়। মূলত, মোটর সাইকেলের ক্ষেত্রে কোনো অতিরিক্ত পরিবর্তন আইনত ঠিক নয়। এমতাবস্থায়, আপনি মোটর সাইকেলে কোনো ধরণের পরিবর্তন করলে পুলিশ আপনার বাইকের জন্য চালান জারি করতে পারে। এমনকি, আপনার বাইকটি বাজেয়াপ্ত পর্যন্ত হতে পারে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের জানাবো যে ঠিক কোন কোন বিষয় পরিবর্তন করলে আপনি জরিমানার সম্মুখীন হতে পারেন।

   

১. এগজস্ট ইনস্টল: যেকোনো মোটর সাইকেলের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ পরিবর্তন হল এগজস্ট প্রতিস্থাপন। অনেকেই তাঁদের মোটর সাইকেলে একটি নতুন লুক দেওয়ার জন্য আফটার মার্কেট এগজস্ট ইনস্টল করেন। এর পাশাপাশি বাইকের ইঞ্জিনের শব্দও বেশ জোরে হয়। এমন পরিস্থিতিতে, এটি শব্দ দূষণের আওতায় আসে এবং আপনার কাছ থেকে জরিমানা বাবদ ৫০০ টাকার চালান কাটা হতে পারে। পাশাপাশি, পুলিশ আপনার বাইকও বাজেয়াপ্ত করতে পারে।

আরও পড়ুন: ৩০ সেপ্টেম্বর নয়, এবার এইদিন পর্যন্ত জমা দেওয়া যাবে ২,০০০-এর নোট! জানিয়ে দিল RBI

২. রঙ পরিবর্তন: মনে রাখবেন, কোম্পানির দ্বারা সরবরাহ করা বাইকের রঙ রেজিস্ট্রেশনে চিহ্নিত করা আছে। এমতাবস্থায়, আপনি যদি বাইকের রঙ পরিবর্তন করেন তবে সেটি আইনত ঠিক নয়। এক্ষেত্রে আপনার জরিমানা হতে পারে। রঙ পরিবর্তন মানে আপনি আপনার গাড়ির পরিচয় পরিবর্তন করছেন। এমন পরিস্থিতিতে, পুলিশ আপনার গাড়ি বাজেয়াপ্ত করতে পারে। এছাড়াও, বাইকের রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশেই মিলবে চাকরি! বিপুল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি রেলের, এভাবে করুন আবেদন

৩. হাই রেজোলিউশন লাইট: আপনি যদি হাই রেজোলিউশনের আলো দিয়ে বাইকের লাইট প্রতিস্থাপন করেন, সেক্ষেত্রে আপনাকে ৫০০ টাকা জরিমানা করা হতে পারে। কারণ এই ধরণের আলো অন্য চালকদের জন্য অসুবিধে সৃষ্টি করতে পারে এবং দুর্ঘটনাও ঘটতে পারে।

Never do these 4 things on a bike

৪. প্রেশার হর্ন: মোটর সাইকেলে প্রেশার হর্ন শব্দ দূষণ তৈরি করে। এর জন্য ট্রাফিক পুলিশ ৫০০ টাকার চালান জারি করতে পারে। উল্লেখ্য যে, এই ধরণের প্রেশারর হর্ন বাইকে ইনস্টল করার পাশাপাশি বিক্রিও নিষিদ্ধ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর