পুজোর মাসে এই দিনগুলোতে বন্ধ মদের দোকান! ঝক্কি এড়াতে আগেই দেখে নিন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। তবে শুধু যে দুর্গাপুজো তাই নয়, গোটা অক্টোবর মাস মানেই উৎসবের আমেজ। আর এই পুজোর সময় প্রচুর পরিমাণে মদ বিক্রি হয় বাংলায়। এই মদ বিক্রি করে মোটা টাকা রাজ্য কোষাগারে জমা পড়ে। কিন্তু, পুজোর মধ্যে বেশ কয়েকটি দিন আমজনতার জন্য ড্রাই ডে থাকে।

বলা বাহুল্য, জনসাধারণের মধ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য অথবা কোনও সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানানোর জন্য কোনও বার, হোটেল বা রেস্তোরাঁতেও অ্যালকোহল পরিবেশন নিষিদ্ধ থাকে। শুধুমাত্র রাজ্য আবগারি দফতর যদি কোনও ড্রাই ডে তে মদ বিক্রিতে ছাড় দেওয়া হয় তবেই মদ বিক্রি করা যায় এই দিনে।

আরোও পড়ুন : উৎসবের মরশুমে ফের সস্তা LPG সিলিন্ডার! কত টাকা কমতে পারে গ্যাসের দাম?

এই বছরের পুজোতেও একাধিক দিনে ড্রাই ডে থাকছে। কোন কোন দিন মদ বিক্রি হবে না দেশে? দেখে নেওয়া যাক। ২ অক্টোবর – গান্ধী জয়ন্তী, ৮ অক্টোবর – মহারাষ্ট্রে নিষিদ্ধ সপ্তাহ হওয়ায় বন্ধ থাকবে মদের দোকান। ২৪ অক্টোবর – দশেরা, ২৮ অক্টোবর – বাল্মীকি জয়ন্তী, ৩০ অক্টোবর – হরিজন দিবস। এই কদিন যে সুরাপ্রেমীদের কপাল খারাপ তা বলাই বাহুল্য।

alcohol sales increase rajasthan

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে, জাতীয় বা আঞ্চলিকভাবে প্রায়ই স্থানীয় অনুষ্ঠান ও উৎসবের দিনে মদ বিক্রিতে বিধিনিষেধ চাপানো হয়। এছাড়াও, বিহার, গুজরাত, লাক্ষাদ্বীপ, মিজোরাম এবং নাগাল্যান্ডের মতো কিছু রাজ্যে সম্পূর্ণ অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছে। উপরন্তু, মণিপুরের নির্বাচিত জেলাগুলি আংশিক বিধিনিষেধ পালন করে।

 

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর