পাকিস্তানের পর তুরস্ক! ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠল পার্লামেন্ট চত্বর, সন্ত্রাসী হানার আশঙ্কা

বাংলা হান্ট ডেস্কঃ জঙ্গিদের তালিকায় তুরস্ক! পাকিস্তানের পর ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠল তুরস্কের (Turkey Blast) রাজধানী। সূত্রের খবর রবিবার তুরস্কের পার্লামেন্টের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা খবর। রবিবার সকালে তুরস্কের রাজধানীতে আঙ্কারাতে এই ভয়াবহ বিস্ফোরণটি (Blast) ঘটে।

শুধু বিস্ফোরণই নয় পাশাপাশি গুলিচালনার ঘটনাও ঘটেছে বলে সূত্রের খবর। এএফপি জানিয়েছে রবিবার তুরস্কের পার্লামেন্টে নতুন অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। আর এদিন সকালেই এই ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনাকে “সন্ত্রাসবাদী হামলা”র (Terrorist Attack) আখ্যা দিয়েছেন তুরস্কের ইন্টেরিয়র মন্ত্রী।

আরও পড়ুন: বাড়িতে তল্লাশি থেকে গ্রেফতার! ED-র তলবে সাড়া না দিলে কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে জানেন?

সূত্রের খবর, প্রথমে দুজন জঙ্গি পার্লামেন্টের কাছে ওই বিস্ফোরণ ঘটায়। এরপর সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা প্রতিরোধের চেষ্টা করলে গুলিও চালানো হয়। দুপক্ষের তরফেই চলে গুলির খেলা। যার জেরে এক জঙ্গি নিহত হয়েছে। আরেক জঙ্গিকে ধরার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় আহত হয়েছেন দেশের দুই নিরাপত্তারক্ষী।

turkey blast

আরও পড়ুন: বাড়ছে পুজোর ছুটি? কবে থেকে শুরু? কতদিন পর্যন্ত? রইল শিক্ষা দপ্তরের অফিসিয়াল ছুটির তালিকা

ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পরিমাণ নিরাপত্তারক্ষী মজুত করা হয়েছে। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে পার্লামেন্ট চত্বর। তবে এই হামলার পেছনে কাদের হাত রয়েছে তা এখনও কানা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমানও অজানা। একেবারে নতুন অধিবেশন শুরুর আগেই এই বিস্ফোরণ এবং গুলি চালনার ঘটনায় জোড় আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর