আইলিগে নতুন দল নেওয়ার জন্য বিজ্ঞাপন দিল AIFF

বর্তমান আইলীগ জয়ী দল মোহনবাগান এই বছর আইলীগ থেকে আইএসএলে পা রাখলো। আগামী বছর থেকে আর আই লিগ খেলতে দেখা যাবেনা মোহনবাগানকে, তারা আগামী বছর থেকে আইএসএল খেলবে। আর সেই কারণেই আই লিগে মোহনবাগান এর স্লটটি ফাঁকা হয়ে গেল। আর সেই কারনে মোহনবাগানের স্লটটি ভর্তি করবার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে আইলিগে নতুন দল নেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হল।

চার লক্ষ টাকার বিনিময় আগামী 10 ই জুন থেকে 20 ই জুনের মধ্যে বিড পেপার তোলা যাবে। আইলীগের এই নতুন দলটি আসতে পারে আমেদাবাদ, রাঁচি, ভোপাল, যোধপুর, জয়পুর এমনকি রাজধানী দিল্লির মতো শহর থেকে।

IMG 20200606 084421

ফেডারেশন সচিব কুশল দাস দিল্লি থেকে এক সংবাদ মাধ্যমকে জানান যেহেতু মোহনবাগান আই লিগ থেকে আইএসএলে চলে গিয়েছে। তাই মোহনবাগানের জায়গাটি পূর্ণ করতে হবে। আর সেই কারণেই আইলিগে নতুন দল নেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হল। ফেডারেশন চাই গোটা ভারত জুড়ে আইলিগ ছড়িয়ে দিতে, আর সেই কারণেই ভারতবর্ষের যে সমস্ত শহর থেকে কোন আইলিগ কিংবা আইএসএলের দল নেই মূলত সেই সমস্ত শহর থেকেই আইলীগের নতুন দল নিতে চাইছে ফেডারেশন। তবে মনে করা হচ্ছে উত্তর ভারতের কোন শহর কিংবা রাজধানী দিল্লি থেকে এবারের আইলিগে নতুন দল আসার সম্ভাবনা প্রবল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর