বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের মুখ পুড়লো কলকাতার। এআইএফএফ-এর বদান্যতায় যুবভারতি আবার একবার লজ্জাজনক অবস্থার সাক্ষী থাকলো। পরিকাঠামো গত দিক থেকে ভারতীয় ফুটবলের আয়োজকরা যে কত পিছিয়ে আছে তা আরো একবার প্রমাণিত হলো। এই মুহূর্তে কম্বোডিয়ার বিরুদ্ধে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলছে সুনীল ছেত্রীর ভারত। সেই ম্যাচের শুরুতেই কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত নিয়ে তৈরি হয় বিভ্রান্তি।
ফুটবলের নিয়ম অনুযায়ী সফররত অতিথি দলের জাতীয় সঙ্গীত ম্যাচের আগে আয়োজক দেশের জাতীয় সঙ্গীতের আগে বাজা উচিত। ঘোষণাও হয়েছিল সেইমতো। কিন্তু তার বদলে বেজে উঠে ভারতের জাতীয় সঙ্গীত। গ্যালারি এবং মাঠের মাঝে উপস্থিত সকলেই অপ্রস্তুত অবস্থায় পড়ে যায়। প্রচণ্ড অবাক হয়ে যান কম্বোডিয়ার তারকা কোচ তথা জাপানের প্রাক্তন তারকা ফুটবলার কেইসুকে হন্ডা। ভারতের জাতীয় সঙ্গীত শেষের পর আরও পাঁচ মিনিট পর বাজে কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত। ফলে লজ্জায় পড়তে হয় ভারতীয় দলকে।
ম্যাচের আগে সকালে কম্বোডিয়া ফুটবল ফেডারেশন অভিযোগ করেছিল যে তাদের ফুটবলারদের ঠিকঠাক খাওয়ারের ব্যবস্থা করা হয়নি। তারা এটাও অভিযোগ করেছিল যে কম্বোডিয়া দলের পতাকা নিয়েও যা ঠিকমতো তৈরি করা হয়নি বলে জানানো হয়েছিল। দল তুলে নেওয়ার হুমকিও দিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন। যদিও ক্ষমা চেয়ে ব্যাপারটি তখনকার মতো মিটিয়ে দেওয়া হয়েছিল ব্যাপারটা। তারপর আবার এই জাতীয় সঙ্গীত বিভ্রাট এআইএফএফ-এর পেশাদারিত্বের অভাবটি আরও স্পষ্ট ভাবে চোখে আঙুল দিয়ে দেখায়।
যদিও ম্যাচে এই ঘটনার কোনও প্রভাব ভারতীয় দলের ওপর পড়তে দেখা যায়নি। অধিনায়ক সুনীল ছেত্রীর ১৪ মিনিটের পেনাল্টি এবং ৫৯ মিনিটের হেডে সহজ জয় পেয়ে নিজেদের গ্রূপের শীর্ষে রইলো ব্লু টাইগাররা। এই নিয়ে আন্তর্জাতিক ফুটবলে সুনীল ছেত্রীর ৮২টি গোল করা হয়ে গেল।