ভারতকে বিশ্বকাপে খেলাবার কথা ভাবছি না, AIFF সভাপতির দায়িত্ব নিয়ে মন্তব্য কল্যাণ চৌবের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিপুল ব্যবধানে জিতে ভারতীয় ফুটবলের মসনদে বসার নিশ্চিত হয়ে গেল প্রাক্তন তারকা গোলরক্ষক এবং বর্তমানে বিজেপি কর্মী কল্যান চৌবের। অনেক দিন আগে থেকেই এই ব্যাপারের আঁচ পাওয়া গিয়েছিল। কেন্দ্রের সমর্থন থাকায় দেশের ৩৪ টি ফুটবল সংস্থার মধ্যে বেশিরভাগই কল্যাণকে সমর্থন দেবেন বলে আগে থেকেই জানা যাচ্ছিল। তাও একটা বিফল চেষ্টা করতে নেমে ছিলেন বাইচুং, যাতে তিনি প্রত্যাশামতোই ব্যর্থ হয়েছেন।

ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে এআইএফএফ সভাপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন সকল ফুটবলপ্রেমীরা। প্রকাশিত সেই ফলাফলে দেখা গেছে যে দেশের ৩৪ টি ফুটবল সংস্থার মধ্যে কল্যাণ নিজে পেয়েছেন ৩৩ টি সংস্থার ভোট। বাইচুং পেয়েছেন কেবল মাত্র একটি ভোট। যদিও প্রয়াত মোহনবাগান কর্তা অঞ্জন মিত্রের জামাই কল্যান চৌবে আরও একটি পরিচয় আছে যে তিনি দেশের প্রাক্তন ফুটবলার এর পাশাপাশি একজন বর্তমান রাজনীতিবিদ।

দেশের অনেক ফুটবলপ্রেমী অভিযোগ তুলছেন যে কেন্দ্রীয় সরকারে চেতলা আছে সেই দলের অংশ হওয়ার কারণে নির্বাচনের বেশ কিছুটা সুবিধা পেয়েছেন তিনি। যদিও সেই সব অভিযোগে কান দিচ্ছেন না প্রাক্তন গোলরক্ষক। আগে তিনি ইস্টবেঙ্গলের জার্সিতে ৬৭ টি ম্যাচ খেলেছেন। সবুজ মেরুন জার্সিতেও তাকে ২৭ বার মাঠে নামতে দেখা গেছে। এরপর গোয়ার সালগাওকার আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা ক্লাবের কিছুটা সময় কাটিয়েছেন কল্যাণ। বয়স্ক ময়দান প্রেমীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

দায়িত্ব নেওয়ার পর ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে প্রথম সাক্ষাৎকারে কল্যাণ জানিয়েছেন, “আমরা আপনাদের কোনও রকম মিথ্যা প্রতিশ্রুতি দেব না। আমরা এরকম বলবো না যে প্রচুর ফুটবল একাডেমি তৈরি হবে আর আগামী ৮ বছরের মধ্যে ভারত বিশ্বকাপ খেলবে। কিন্তু আমরা ভারতীয় ফুটবলকে বর্তমান অবস্থা থেকে আরো ভালো জায়গায় নিয়ে যাব এবং তার জন্যে যা কাজ করতে হয় সেটা করবো। আমরা স্বপ্ন বিক্রি হতে দেবো না।

কল্যাণ আরও জানিয়েছেন, “আমি আগামী ১০০ দিনের মধ্যে ভারতীয় ফুটবলের একটা রোডম্যাপ তৈরি করব এবং সেই জন্য সকল রাজ্য সংস্থা একসাথে কাজ করবে। আমরা ৭ই সেপ্টেম্বর আপনাদের সামনে আমাদের পরিকল্পনা পেশ করবো। তারপর কমিটির মধ্যে একটা বৈঠক হবে যেখান থেকে আমাদের সামনে যাওয়ার রাস্তাটা কি, সেটা পরিষ্কার হয়ে যাবে।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর