বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। দেশের প্রায় প্রতিটি প্রান্তই এখন সংযুক্ত রয়েছে রেলপথের মাধ্যমে। এমতাবস্থায়, রেলপথকে আরও বিস্তৃত করতে এবং গতিশীল করে তুলতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সরকারের তরফে। শুধু তাই নয়, যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকটিও মাথায় রাখা হয়েছে।
এছাড়াও, ইতিমধ্যেই দেশে সফর শুরু করেছে বন্দে ভারতের মতো অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন। যেটি অত্যন্ত অল্প সময়ের মধ্যেই যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি, বন্দে ভারতের এই সাফল্য প্রত্যক্ষ করে এই ট্রেনটির বিষয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে রেল। এছাড়াও, বন্দে ভারতের সংখ্যা বৃদ্ধির দিকেও মনোনিবেশ করা হচ্ছে।
আরও পড়ুন: এবার চাঁদে মানুষ পাঠাবে ভারত, জোরকদমে চলছে প্রস্তুতি, বড় পরিকল্পনা সামনে আনল ISRO
এমতাবস্থায়, এবার একটি বড় তথ্য সামনে এসেছে। যেটি জানার পর অবাক হয়ে যাবেন প্রত্যেকেই। জানিয়ে রাখি যে, বর্তমানে দেশে চলাচল করছে ৩৪ টি বন্দে ভারত এক্সপ্রেস। যেগুলি বিভিন্ন রাজ্যে নির্দিষ্ট রুটে দিনের বেলায় সফর করে। তবে, এবার যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুবিধার্থে দক্ষিণ রেলের পক্ষ থেকে একটি রুটে রাতে বন্দে ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ, এটাই হবে প্রথম বন্দে ভারত যেটি সম্পূর্ণ রাত্রে পরিষেবা প্রদান করবে।
আরও পড়ুন: সুখবর! বিপুল কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল এই কেন্দ্রীয় সংস্থা, এভাবে করুন আবেদন
কোন রুটে চালানো হবে: এদিকে, এখন প্রশ্ন উঠতে পারে যে কোন রুটে এই ট্রেনটি চালানো হবে? সামনে এসেছে সেই উত্তরও। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আট কোচের বন্দে ভারত এক্সপ্রেস ২১ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার রাত ১১ টায় চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে ছাড়বে। পাশাপাশি, সেটি বুধবার ভোর ৪.৩০ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরু স্টেশনে পৌঁছবে।
উল্লেখ্য যে, গত সোমবার অর্থাৎ ২০ নভেম্বর আরও একটি ভারত স্পেশাল চলতে শুরু করে। সেটি যশবন্তপুর/এসএমভিটি বেঙ্গালুরু ও চেন্নাই সেন্ট্রালের মধ্যে সফর করেছে। এই স্পেশাল ট্রেনটি এসএমভিটি বেঙ্গালুরু থেকে বিকেল ৫.১৫ মিনিটে ছাড়ে এবং ওই রাত ১০ টায় চেন্নাই সেন্ট্রালে পৌঁছে যায়।