হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, আটক ভারতীয় পড়ুয়াদের সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : জ্বলছে বাংলাদেশ (Bangladesh)। নতুন করে হিংসার ঘটনায় ফের সংবাদ শিরোনামে ওপার বাংলা। সেখানে এক সংখ্যালঘু যুবককে নৃশংস খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে এদেশেও। দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ক্রমেই বাড়ছে। এদিকে এই টালমাটাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশে আটকে পড়েছেন ভারতের বহু মেডিকেল পড়ুয়া। ওই পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করতে আবেদন করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল সর্বভারতীয় মেডিকেল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

বাংলাদেশে (Bangladesh) আটক ভারতীয় পড়ুয়াদের জন্য মোদীকে আবেদন

অশান্ত বাংলাদেশে আটক ভারতের মেডিকেল পড়ুয়াদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন AIMSA। তাঁদের পরিবারও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হল সর্বভারতীয় মেডিকেল ছাত্র সংগঠন। মোদীকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, বাংলাদেশে আটকে পড়া ভারতীয় ছাত্রদের পরিবার প্রচণ্ড উদ্বেগের মধ্যে রয়েছে। সেখানে থাকা পড়ুয়ারাও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

AIMSA gave letter to PM for safety of indian students trapped im Bangladesh

কী বলা হয়েছে চিঠিতে: বাংলাদেশে চলমান হিংসাত্মক ঘটনা পড়ুয়াদের মনে ভয়, মানসিক উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতিতে মেডিকেল পড়ুয়াদের নিরাপত্তা এবং সুস্থতার জন্য প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে জরুরি হস্তক্ষেপের জন্য আবেদন করা হয়েছে। সেই সঙ্গে বার্তায় AIMSA আরও বলেছে, যারা বিদেশে ডাক্তারি পড়তে যান, তাদের প্রত্যাশা থাকে যে, কোনও বিপদ হলে ভারত সরকার তাদের পাশে দাঁড়াবে এবং জরুরি নিরাপত্তা প্রদান করবে।

আরও পড়ুন :বিয়েতে থাকতে পারেননি, নবদম্পতি মৌবনী-সৌম্যকে বিশেষ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দ্রুত পদক্ষেপের আবেদন: পাশাপাশি চিঠিতে আবেদন করা হয়েছে, বিদেশমন্ত্রী, বাংলাদেশের (Bangladesh) ভারতীয় দূতাবাস এবং অন্যান্য মিশন গুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য অবিলম্বে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য।

আরও পড়ুন : মা শব্দ কি সাম্প্রদায়িক? পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের তুলনা টেনে লগ্নজিতার পাশে মিঠুন

প্রসঙ্গত, গত কয়েকদিনে বাংলাদেশের পরিস্থিতি কার্যত চরম আকার ধারণ করেছে। গত ১২ ডিসেম্বর বাংলাদেশে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাঁর মৃত্যুকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ওদেশের একাধিক সংবাদপত্রের অফিস ভাঙচুর, ছায়ানটে হামলা, সংখ্যালঘু যুবকের নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। সেখানে থাকা ভারতীয় পড়ুয়ারা যাতে সুরক্ষিত থাকে, তার জন্যই প্রধানমন্ত্রীর কাছে আবেদন ছাত্র সংগঠনের।