মৃত‍্যুর পর ১২ দিন পার, টেলিভিশনে আবারো ফিরছেন ঐন্দ্রিলা শর্মা! চোখে জল অনুরাগীদের

বাংলাহান্ট ডেস্ক: একটার পর একটা দিন কেটে যাচ্ছে ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma) ছাড়াই। সময় কারোর জন‍্যই অপেক্ষা করে না। তাঁর অসুস্থতার সময়ে অনেকেই ছিলেন পাশে। দুই বাংলার অনুরাগীরা একযোগে প্রার্থনা করেছিল ঐন্দ্রিলার জন‍্য। ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরাও দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা পাঠিয়েছিলেন অভিনেত্রীর জন‍্য। কিন্তু নিয়তির কাছে সকলেই হার মানতে বাধ‍্য হয়।

ঐন্দ্রিলার না থাকাটাও ধীরে ধীরে মেনে নিতে শুরু করেছেন তাঁর অনুরাগীরা। ছোট মেয়েকে হারিয়ে এখনো বিধ্বস্ত তাঁর পরিবার‌। একে অপরকে আগলে সামলে ওঠার চেষ্টা করছেন এই প্রচণ্ড শোক। সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন ঐন্দ্রিলা। ফটোশুট, রিল ভিডিও প্রায়ই শেয়ার করে নিতেন অনুরাগীদের সঙ্গে। মেয়েকে সোশ‍্যাল মিডিয়াতেই বাঁচিয়ে রেখেছেন তাঁর মা, দিদি।

Aindrila pets
এদিন শোকের মধ‍্যেও একটি ভাল খবর দিয়েছেন প্রয়াত ঐন্দ্রিলার মা শিখা শর্মা। ছোটপর্দায় আবারো ফিরতে চলেছেন অভিনেত্রী। আবারো তাঁর হাসিমুখ, সাবলীল অভিনয় ফুটে উঠবে টেলিভিশনের পর্দায়। ঐন্দ্রিলার প্রতি সম্মান জানিয়ে এবং দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এক দারুন উদ‍্যোগ নিয়েছে সান বাংলা চ‍্যানেল।

ঐন্দ্রিলা শর্মা অভিনীত ‘জিয়নকাঠি’ সিরিয়ালটি আবারো সম্প্রচারিত হবে সংশ্লিষ্ট চ‍্যানেলে। গত বছর ১৮ এপ্রিল সিরিয়ালটির শেষ পর্ব সম্প্রচারিত হয়। দ্বিতীয় বার ক‍্যানসারের চিকিৎসা চলাকালীনই সিরিয়ালের শুট শেষ করেছিলেন ঐন্দ্রিলা। আগামী ৫ ডিসেম্বর থেকে আবারো সান বাংলায় বিকেল সাড়ে ৫ টা নাগাদ সম্প্রচারিত হবে জিয়নকাঠি।

চ‍্যানেলের তরফে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘ঐন্দ্রিলা আমাদের মধ্যেই আছে, আমাদের মন-প্রাণ জুড়ে, জাহ্নবীর রুপে। চলুন আরেকবার দেখি জাহ্নবীর গল্প “জিয়নকাঠি”, ৫ ডিসেম্বর সোমবার থেকে বিকেল ৫:৩০-এ। শুধুমাত্র সান বাংলা -য়’। সেই ভিডিওটি আবারো শেয়ার করেছেন অভিনেত্রীর মা শিখা শর্মা। সিরিয়ালটির শেষ পর্বের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকে।

Aindrila
স্কুলে পড়ার সময় থেকেই অভিনেত্রী হতে চাইতেন ঐন্দ্রিলা। স্বপ্নপূরণও করেছিলেন দস‍্যি মেয়েটা। খুব কম সময়ের মধ‍্যেই বেশ কয়েকটি সিরিয়াল, ওয়েব সিরিজে কাজ করে ফেলেছিলেন ঐন্দ্রিলা। শুধু বড়পর্দায় কাজ করার ইচ্ছাটাই পূরণ হল না তাঁর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর