বাংলাহান্ট ডেস্ক: গোটা বাংলা তাঁকে চিনেছিল ‘ফাইটার’ হিসেবে। বছর ২৪ এর মেয়েটার অদম্য জেদের কাছে দু দুবার মাথা নোয়াতে বাধ্য হয়েছিল মারণ রোগ। কিন্তু তৃতীয় বার অসম লড়াইয়ে হার স্বীকার করতেই হয় তাঁকে। আট মাস কাটতে চলল ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) মৃত্যুর পর। এতদিন পর হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠল অভিনেত্রীর ইউটিউব চ্যানেল।
গত বছর ১ লা নভেম্বর আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তার আগে দু দুবার ক্যানসার বাসা বেঁধেছিল তাঁর শরীরে। দুবারই অমানুষিক যন্ত্রণা সহ্য করে মারণ রোগকে হারিয়েছিলেন তিনি। কিন্তু ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর কোমায় চলে যান অভিনেত্রী। টানা ২০ দিন ভেন্টিলেশনে থেকে লড়াই চালিয়েছিলেন তিনি। কিন্তু নিয়তি সেবারে সঙ্গ দেয়নি ঐন্দ্রিলাকে।
ঐন্দ্রিলার সুস্থতা কামনায় একজোট হয়েছিল দুই বাংলার মানুষ। অভিনেত্রীর মৃত্যু এখনো মেনে নিতে পারেননি অনেকেই। ছোট মেয়ের অকাল প্রয়াণের পর তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি সক্রিয় রেখেছেন তাঁর মা শিখা শর্মা। নিজেও মেয়ের নানান ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। এবার ঐন্দ্রিলার ইউটিউব চ্যানেলেও পোস্ট করা হল একটি ভিডিও।
ঐন্দ্রিলার একটি অদেখা ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি তাঁর ১১ বছর বয়সের। একটি গয়নার দোকানের হয়ে বিজ্ঞাপন করেছিলেন তিনি। সেই ভিডিওটি এতদিন পর শেয়ার করা হল ঐন্দ্রিলার ইউটিউব চ্যানেল ‘ঐন্দ্রিলা শর্মা প্রোডাকশন’এ।
প্রসঙ্গত, ঐন্দ্রিলার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি সক্রিয় করায় অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন অভিনেত্রীর মায়ের উপরে। ঐন্দ্রিলার সঙ্গে সব্যসাচীর ছবি শেয়ার করায় কঠিন শব্দও শুনতে হয়েছিল তাঁকে। এখন ছোট মেয়ের স্মৃতি নিয়েই দিন কাটাচ্ছেন ঐন্দ্রিলার বাবা মা।