বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র কয়েকটা মাস, আর তারপরেই নতুন বছরের সূচনা। হ্যাঁ, ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি যে, গুটি গুটি পায়ে আরও একটা বছর পার করে ফেললাম আমরা। এই গোটা একটা বছরে আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি। যার মধ্যে রয়েছে বহু তারকার নামও। এই যেমন গত বছরই ক্যানসার কেড়ে নিয়েছে বছর ২৩-এর ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma)।
ছোট মেয়েকে হারিয়ে একপ্রকার পাগলের মত অবস্থা মা শিখা শর্মার। তিনি নিজেও একজন ক্যানসার আক্রান্ত পেশেন্ট। অন্যদিকে দিদি ঐশ্বর্যর অবস্থাও একইরকম। পেশায় চিকিৎসক এই মেয়ে এখন বোনকে ছাড়া ছন্দে ফেরার চেষ্টা করছেন। উল্লেখ্য, মাস কয়েক আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মরোণত্তর কৃতী সম্মান পেয়েছেন অভিনেত্রী।
ঐদিন প্রয়াত মেয়ের হয়ে সম্মাননা নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। তবে এবার মেয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এক নতুন উদ্যোগ নিলেন মা শিখা শর্মা। অভিনেত্রীর স্মৃতিতে বৃক্ষরোপণ করলেন তিনি। শিখা শর্মার মতে, মেয়ে ঐন্দ্রিলা বেঁচে থাকুক ঐ গাছের মধ্যে। গাছে গাছেই বেঁচে থাকুক মেয়ের স্মৃতি। এইদিন মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে বেশকিছু গাছ লাগানো হয়।
আরও পড়ুন : ‘মহালয়া করতে ভালোলাগে না’, সিনেমায় কাজ পেতেই অহঙ্কারী মন্তব্য ‘মিঠাই’ সৌমিতৃষার
আসলে অভিনেত্রীর কাছে দুটি পোষ্য যেমন প্রিয় ছিল, তেমনই প্রিয় ছিল গাছপালা। তার ফ্ল্যাটে প্রচুর গাছপালা লাগানো ছিল। এইদিন বৃক্ষরোপণ কর্মসূচির সময় মা শিখা শর্মা বলেন, ‘‘কুকুর আর গাছ ছিল ওর জীবন, তাই গাছে গাছে বেঁচে থাকুক ঐন্দ্রিলা।’’ প্রসঙ্গত উল্লেখ্য, আজ থেকে প্রায় এক বছর আগে ২০২২ সালের ২০ ডিসেম্বর ব্রেন স্ট্রোকের কাছে হার মেনে নেন ঐন্দ্রিলা। টানা ১৯ দিন লড়াইয়ের পর অবশেষে শ্বেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়িকা।