বাংলা হান্ট ডেস্ক: এবার ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ট্রেনিং জেট F-7 BGI ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১ জনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।
বাংলাদেশে (Bangladesh) ভয়াবহ বিমান দুর্ঘটনা:
স্বাভাবিকভাবেই এই ভয়াবহ দুর্ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি (Bangladesh) সংবাদপত্র ডেইলি স্টার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ডিরেক্টরেটকে উদ্ধৃত করে জানিয়েছে যে জেট বিমানটি বিধ্বস্ত হওয়ার ফলে স্কুল প্রাঙ্গণে ব্যাপক ক্ষতি হয়েছে।
#Bangladesh Air Force #Chinese built FT-7BGI fighter jet crashes near Milestone College’s Uttara campus, #Dhaka. Pilot Killed. https://t.co/hf1lemmHE6 pic.twitter.com/ozinQwSQvG
— Global__Perspectives (@Global__persp1) July 21, 2025
এদিকে, বাংলাদেশ (Bangladesh) সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) জানিয়েছে যে, সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পাশাপাশি আরও বলা হয়েছে যে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI ট্রেনিং বিমান উত্তরায় ভেঙে পড়ে। বিমানটি উড়ানের দেড় মিনিটের মধ্যেই দুর্ঘটনার সম্মুখীন হয় বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: ভারতকে “ভয় পাচ্ছে” পাকিস্তান! এশিয়া কাপে পাঠাবে না টিম? হাস্যকর প্রতিক্রিয়া পড়শি দেশের
ইতিমধ্যেই এই দুর্ঘটনার এবং দুর্ঘটনাস্থলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে, বিমানটির জ্বলন্ত ধ্বংসাবশেষ এবং আহতদের ছবি দেখা গিয়েছে। ঘটনাস্থলে থাকা প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার-চেঁচামেচি শুরু হয়. প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর চারদিকে ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।
আরও পড়ুন: শেষবার জিতেছিল ধোনির দল! ১২ বছর পর ফের শুরু হতে চলেছে এই T20 লিগ
এদিকে, আহতদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। বর্তমান তথ্য অনুযায়ী, কমপক্ষে ১ জনের মৃত্যু হয়েছে। তবে, আশঙ্কা করা হচ্ছে যে, এই দুর্ঘটনায় অনেকের মৃত্যু হতে পারে।