মাত্র ১৪৭০ টাকা খরচ করেই চড়তে পারবেন বিমানে, ধামাকাদার অফার নিয়ে হাজির এই সংস্থা

বাংলাহান্ট ডেস্ক : টাটা গ্রুপের অন্তর্গত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India) আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে। ৯৬ ঘন্টার একটি বিশেষ সেল শুরু করেছে তারা। এই সেলে যাত্রীরা আকর্ষণীয় ছাড়ে দেশীয় ও আন্তর্জাতিক ট্রেনের টিকিট কাটতে পারবেন।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, একমুখী ইকনমি ক্লাসের ভাড়া শুরু হচ্ছে ১৪৭০ টাকা থেকে। অন্যদিকে বিজনেস ক্লাসের ভাড়া শুরু হচ্ছে ১০,১৩০ টাকা থাকে। অপরদিকে আন্তর্জাতিক ভাড়ার ক্ষেত্রেও বিশেষ ডিস্কাউন্ট আনা হয়েছে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে।

আপনারা যদি এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট বুক করেন তাহলে কোনও রকম ফি দিতে হবে না। এছাড়াও, টিকিটে ডবল লয়ালটির বোনাস পয়েন্ট অর্জন করার সুযোগ থাকবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইং রিটার্নস সদস্যদের জন্য। এয়ার ইন্ডিয়া এই গ্র্যান্ড সেল গতকাল থেকে শুরু করেছে।

আরোও পড়ুন : বাড়তে চলেছে ট্রেনের ভাড়া ! পেনশনের খরচ যোগাতে এবার বড় সিদ্ধান্তের পথে ভারতীয় রেল

এই সেল চলবে 20 অগাস্ট 2023 তারিখে 23:59 ঘন্টা পর্যন্ত। এই সেলে পাওয়া যাবে 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর 2023-এর মধ্যেকার ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিট। প্রসঙ্গত গত সপ্তাহে এয়ার ইন্ডিয়া তাদের নতুন লোগো লঞ্চ করে।

840px 82c5eb3a 40bf 11ea bdb5 169ba7be433d

নতুন লোগোর নাম দেওয়া হয়েছে ‘দ্য ভিস্তা।’ এয়ার ইন্ডিয়ার সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, “নতুন এয়ার ইন্ডিয়া প্রাণবন্ত, সাহসী, আত্মবিশ্বাসী। কিন্তু এটি তার ঐতিহ্যশালী ইতিহাসের সাথে যুক্ত। এগুলি ভারতীয় আতিথেয়তাকে বিশ্বের কাছে তুলে ধরে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর