ইতিহাস সৃষ্টির দোরগোড়ায় এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলট জোয়া, করতে চলেছেন এক সাহসী কারনামা

বাংলা হান্ট ডেস্কঃ এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলট নতুন ইতিহাস গড়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটের একটি দল বিশ্বের সবথেকে দীর্ঘ বায়ুমার্গ উত্তর মেরু দিয়ে আকাশে উড়ে যেতে চলেছে। ৯ জানুয়ারি দীর্ঘ ১৬ হাজার কিমি বায়ুপথ অতিক্রম করে সান ফ্রান্সিসকো থেকে বিমানটি ব্যাঙ্গালুরু বিমান বন্দরে এসে পৌঁছাবে।

এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানান, উত্তর মেরু দিয়ে উড়ে যাওয়া খুবই চ্যালেঞ্জিং। তিনি জানান, এয়ারলাইন্স কোম্পানি গুলো এই বায়ুপথে নিজেদের সর্বশ্রেষ্ঠ পাইলটদেরই পাঠায়। এবার এয়ার ইন্ডিয়া এক মহিলা পাইলটকে সান ফ্রান্সিসকো থেকে ব্যাঙ্গালুরু আসার জন্য দায়িত্ব দিয়েছে।

সংবাদসংস্থা ANI অনুযায়ী, মহিলা ক্যাপ্টেন জোয়া আগরবাল বলেছেন যে, আমি এই দলের নেতৃত্বে আছি জেনে আমি গর্ব বোধ করছি। আকাঙ্খা সোনাবলে আর শিবানী মনহাস অভিজ্ঞ পাইলট। এটাই প্রথম বার হতে চলেছে যে, পাইলটদের এরকম একটি দল উত্তর মেরুর উপর দিয়ে বিমান নিয়ে যাবে। পাইলটদের এই দলে শুধু মহিলারাই থাকবেন আর এটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা একজন পাইলটের কাছে স্বপ্নের মতন, আর এটা সত্যি হতে চলেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর