একটি নয় দুটি নয় একেবার ১০টি চাকা ‘উধাও’ বিমানের! লজ্জাজনক ঘটনা বাংলাদেশে

Published on:

Published on:

Bangladesh

বাংলাহান্ট ডেস্ক:- ‘চুরি’ গেল আস্ত একটি বিমানের ১০টি চাকা! অবাক করা কাণ্ড বাংলাদেশে (Bangladesh)। জানা যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (Biman Bangladesh Airlines) একটি বিমানের ১০ টি চাকা খোয়া গেছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ওই সংস্থারই দুই কর্মীর দিকে। সূত্রের খবর, অন্য একটি বেসরকারি স্ংস্থাকে সেগুলি বিক্রি করে দেন তাঁরা। ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা।

বাংলাদেশে বিমানের চাকা চুরি:- (Bangladesh)

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Shahjalal International Airport) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের ১০টি চাকা চুরি করে অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে বিমানের দুই কর্মীর বিরুদ্ধে। জানা যাচ্ছে ঘটনাটি ঘটে ১৬ আগস্ট সন্ধ্যায়। সূত্রের খবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি আনসার্ভিসেবল টায়ার বিমানবন্দর থেকে খোয়া গেছে। এই ঘটনায় ১৮ই আগস্ট থানায় বিমানবন্দর থানায় জিডি করেন বিমানের সহকারী নিরাপত্তা ব্যবস্থাপক মোশারেফ হোসেন।থানায় জিডি করার আগে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি আভ্যন্তরীন তদন্তও চালানো হয়। বিমান সংস্থার এক কর্মকর্তা জানান, প্রতিটি চাকার দাম ৫ থেকে ২৫ হাজার মার্কিন ডলার। অর্থাত্ প্রায় কোটি কোটি টাকার জিনিস খোয়া গেছে। জানা গেছে চাকা গুলি আগে ব্যবহার হলেও পরে হ্যাঙ্গারের পাশে অকশন শেডে সংরক্ষিত ছিল।

পুলিশের ভূমিকা

১৮ই আগস্ট বিমানবন্দর থানায় অভিযোগ জানানো হয়।সেখানে একটি জিডি করেন বিমান সংস্থার সহকারী ব্যবস্থাপক। যদিও তিনি জিডিতে এই ঘটনাকে ‘চুরি’ বলে উল্লেখ করেননি। সেখানে চুরির বদলে ‘হস্তান্তর’ শব্দটি উল্লেখ করেন। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে জানা যায়,বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হক নামে দুই ব্যক্তি এই ঘটনায় জড়িত ছিল। তারাই সেই ১০ টায়ার দেশের অন্য আর একটা বেসরকারি সংস্থা বিক্রি করে দেন।

Bangladesh

আরও পড়ুন:- ‘আমাদের সময় আসন্ন, ভারত প্রস্তুত’ চলতি বছরেই ‘গগনযান’-এর পরীক্ষামূলক উত্ক্ষেপণ, ঘোষণা ISRO-র

পুলিশের দাবি

ঘটনায় আভ্যন্তরীন তদন্তের পর বিমানবন্দর থানায় জিডি করা হয়। এরপর গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। সেই থানার ওসি তাসলিমা আক্তার এই নিয়ে জানিয়েছেন, “বিমানের চাকা হারিয়ে যাওয়া বিষয়ে বিমানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। আমরা বিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।” পাশাপাশি ইতিমধ্যেই কোম্পানীর তরফ থেকে সেই দুইকর্মীকে যথাযথ শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। জানা যাচ্ছে দুই কর্মীকেই বদলি করা হয়েছে। একজনকে শাস্তিমূলক বদলি এবং আরেকজনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত বিগত বেশ কয়েকদিন ধরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক বিমানে প্রযুক্তিগত ত্রুটি দেখা গিয়েছে। আগেই যাত্রী সুরক্ষার পাশপাশি সাধারণ মানুষ রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। এই ঘটনার পর যা আরও জোরালো হয়ে উঠেছে। সংস্থার নিরাপত্তা ও ব্যবস্থাপনাও নতুন উদ্বেগ সৃষ্টি করেছে মানুষের মধ্যে।