১০০০ জিবি ফ্রি ডেটা! জেনে নিন কিভাবে পাওয়া যাবে Airtel এর এই দুরন্ত অফার

বাংলাহান্ট ডেস্কঃ বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও(jio)। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল (Airtel) সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে।

2dc04 airtel

সম্প্রতি ভারতী এয়ারটেল জানিয়েছে, এয়ারটেল এক্সট্রিম ফাইবার গ্রাহকদের জন্য 1000 গিগাবাইট পর্যন্ত অতিরিক্ত ডেটা দিচ্ছে বিনামূল্যে। তবে এই অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই।

এই অফারের আওতায় সংস্থাটি নতুন গ্রাহকদের ৬ মাসের মেয়াদে বিনামূল্যে 1000 জিবি ডেটা দিচ্ছে। তিবে দেশের কয়েকটি নির্বাচিত শহরেই পাওয়া যাবে এই অফার। একই সাথে মাত্র কয়েকদিনের জন্যই বৈধ। পাশাপাশি, এয়ারটেল এক্সট্রিম ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা নিখরচায় স্থাপন এবং দীর্ঘমেয়াদী প্ল্যানে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে।

এছাড়াও, লকডাউনে এয়ারটেল এনেছে কয়েকটি আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান। এয়ারটেলের 298 টাকা রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন 2 জিবি করে ডাটা পাওয়া যায়।পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়। বৈধতা 28 দিন।

এয়ারটেলের 399 টাকা রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন 3 জিবি করে ডাটা পাওয়া যায়। পাশাপাশি পাওয়া যায় আমাজন প্রাইম এর সদস্যপদ।যার বৈধতা 56 দিন পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়

এয়ারটেলের 449 টাকা রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন 2 জিবি করে ডাটা পাওয়া যায়।পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়।বৈধতা 56 দিন।

449 টাকার মত 498 টাকার প্ল্যানেও প্রতিদিন 2 জিবি করে ডাটা পাওয়া যায়।পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়।কিন্তু এই প্ল্যানের বৈধতা 84 দিন

 

সম্পর্কিত খবর