মাথায় হাত লক্ষাধিক গ্রাহকের! হঠাৎ বন্ধ হয়ে গেল Airtel-Jio-র সস্তার রিচার্জ প্ল্যান

Published on:

Published on:

Airtel-Jio's cheap recharge plans suddenly stopped

বাংলা হান্ট ডেস্ক: ভারতের দুটি বড় টেলিকম সংস্থা হল এয়ারটেল ও রিলায়েন্স জিও (Airtel-Jio)। তবে এই দুই সংস্থা তাদের অন্যতম জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে ২৪৯ টাকার প্লান্টি ব্যবহারকারীদের কাছে সাশ্রয়ী ও সুবিধাজনক প্যাক হিসেবে পরিচিত ছিল। কিন্তু হঠাৎ করে এই প্যাক বন্ধ করে দেওয়া হল। এর ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তদের। কিন্তু হঠাৎ করে এই প্যাক বন্ধ করে দেওয়ার কারণ কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি।

বন্ধ হয়ে গেল এয়ারটেল ও রিলায়েন্স জিও-র সুবিধা জনক প্যাকটি (Airtel-Jio)

আপনি যদি এয়ারটেল (Airtel) অথবা জিওর (Jio) গ্রাহক হন। তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। রিলায়েন্স জিও এবং এয়ারটেল টেলিকম সংস্থা তাদের সস্তার এবং জনপ্রিয় একটি রিচার্জ মাসিক প্ল্যান থেকে সরিয়ে দিয়েছে ‌। সূত্রের খবর, এয়ারটেল সংস্থা তাদের জনপ্রিয় ২৪৯ টাকার মাসিক প্লানটি বন্ধ করে দিয়েছে। এর ফলে গ্রাহকদের এখন নতুন প্ল্যান বেছে নেওয়ার সুযোগ তৈরি করছে। তবে এই নতুন প্ল্যানে খরচ বাড়তে পারে।

Airtel-Jio's cheap recharge plans suddenly stopped

আরও পড়ুন: এবার গজে আসছেন মা দুর্গা, গমন হবে দোলায়! শাস্ত্র মতে এর পরিণাম কি হতে পারে, জেনে নিন

জেনে নিন জিও এয়ারটেল এর কোন প্ল্যান গুলির পরিবর্তন করা হল:

জিও-এর পদক্ষেপ: ২০৯ এবং ২৪৯ টাকার প্রিপেইড প্ল্যানগুলি সরিয়ে নেয় জিও। পুরনো এই প্ল্যানগুলিতে প্রতিদিন ১ জিবি ডেটা এবং ২৮ দিনের বৈধতা পাওয়া যেত। তবে এখন জিও-এর অনলাইন প্ল্যান শুরু হচ্ছে ২৯৯ টাকা থেকে, যা প্রতিদিন ১.৫ জিবি ডেটা। এর বৈধতা ২৮ দিনের হবে।

এয়ারটেল-এর পদক্ষেপ: জিও-কে অনুসরণ করে এয়ারটেলও তাদের ২৪৯ টাকার প্রিপেইড প্ল্যানটি বন্ধ করে দিয়েছে। ২৪৯ টাকার এই প্ল্যানটিতে প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যেত। পাশাপাশি আনলিমিটেড কল ও ৬১ এসএমএস পাওয়া যেত। যার বৈধতা ছিল ২৪ দিন। তবে এই প্ল্যানটা বন্ধ করে দিয়েছে এয়ারটেল। এখন থেকে গ্রাহকদের ৩১৯ টাকার প্ল্যানটি কিনতে হবে। যেখানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে।

এয়ারটেল (Airtel) ও জিওর (Jio) এই পরিবর্তনের ফলে বহু মানুষ চাপের মুখে পড়েছেন। কারণ জানা কম খরচে বেশি ডাটা অথবা সীমাহীন কলেজ সুবিধা নিত। সেইখানে অসুবিধায় পরল সমস্ত গ্রাহক। এছাড়াও কোম্পানির এই সিদ্ধান্তে গ্রাহকদের মধ্যে ইতিমধ্যে অসন্তোষ ছড়িয়েছে।