বাংলা হান্ট ডেস্ক: আরও একবার এয়ারটেল গ্রাহকদের জন্য রইল দুঃসংবাদ (Airtel)। কারণ ১৮৯ টাকার ভয়েজ অনলি প্রিপেড প্লানটি বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে এবার এর মূল্য হয়ে দাঁড়ালো ১৯৯ টাকা। নিঃসন্দেহে খরচ বাড়ায় অখুশি হয়েছেন বহু ইউজাররা। এমনকি এই ১৮৯ টাকার প্ল্যানটি বেশ জনপ্রিয় ছিল।
এয়ারটেলের ন্যূনতম রিচার্জে বড় পরিবর্তন, বন্ধ হচ্ছে কোন কোন প্ল্যান (Airtel)
জানা যায় ১৮৯ টাকার প্ল্যানে মিলত আনলিমিটেড কলের সুবিধা। যাঁরা মোবাইল ডেটার জন্য রিচার্জ করেন না, তাঁদের জন্য কম খরচে এই প্ল্যান ছিল অবিকল্প। কিন্তু সেই প্ল্যান তুলে নেওয়ায় এবার তাঁদের ১৯৯ টাকা রিচার্জ করতে হবে (Airtel)। পাশাপাশি এই প্ল্যানটি তুলে নেওয়ার ফলে অসুবিধা সম্মুখীন না পড়তে হয়েছে বহু গ্রাহকদের।

আরও পড়ুন: শীতের মরশুমে মিষ্টির নতুন ছোঁয়া, কমলালেবুর পুডিং বানানোর সহজ পদ্ধতি দেখুন…
যদিও এই প্ল্যানে দৈনিক ১০০ এসএমএস, আনলিমিটেড কলিংয়ের সুবিধার পাশাপাশি মিলবে ২ জিবি ডেটাও। এছাড়াও এই লিমিট পেরিয়ে গেলে প্রতি এমবি খরচ পড়বে ৫০ পয়সা। কিন্তু যাঁদের, বিশেষ করে বয়স্করা অনেকেই কেবল কথা বলার জন্য মোবাইল ব্যবহারেই স্বচ্ছন্দ। তাঁরা এই ২ জিবি ডেটার কোনও সুবিধাই নিতে পারবেন না।
উলটে তাঁদের রিচার্জ পিছু খরচ ১০ টাকা বৃদ্ধি পেল। বলে রাখা ভালো, উভয় ক্ষেত্রেই প্ল্যান ২৮ দিনের। কেন হঠাৎ ১৮৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দেওয়া হল। কিন্তু কেন এই প্ল্যানটি বন্ধ করে দেওয়া হল সেই অর্থে কোনও আলাদা কারণ দেখানো হয়নি সংস্থার তরফে (Airtel)।












