মাত্র ৪৯৯ টাকায় আনলিমিটেড ইন্টারনেট! jio কে টেক্কা দিয়ে প্ল্যান আনল  airtel

বাংলাহান্ট ডেস্কঃ jio কে টেক্কা দিয়ে এবার আনলিমিটেড ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে এল airtel. মাত্র ৪৯৯ টাকা থেকে শুরু এই প্ল্যানগুলির সাথে বিভিন্ন ভিডিও ওটিটি প্ল্যাটফর্মে ভিডিও দেখার সুযোগও থাকছে। কিছুদিন আগেই একই রকম একটি প্ল্যান এনেছিল জিও। জিও এর সাথে প্রতিযোগিতার লক্ষ্যেই এমন প্ল্যান নিয়ে আসল এয়ারটেল, মনে করছে টেক বিশেষজ্ঞরা।

airtel reply 660 042919055157

৭ সেপ্টেম্বর থেকে ১২৫ শহরে এয়ারটেল চালু করতে চলেছে এই প্ল্যান। ধীরে ধীরে অন্য শহরগুলিতেও এই প্ল্যান আসবে বলে জানা যাচ্ছে। ৪৯৯ টাকার প্ল্যান ছাড়াও ৭৯৯, ৯৯৯ ও ১৪৯৯ টাকার তিনটি প্ল্যান এনেছে এয়ারটেল।অন্যদিকে, সরকারি টেলিকম সংস্থা Bsnl ও নিয়ে এসেছে ৩ প্যাক। যেখানে নাম মাত্র মূল্যেই মিলবে ৫০ মেগা বাইট প্রতি সেকেন্ড গতিতে ডেটা। ২০০, ৩০০ ও ৪০০ জিবির ডেটা প্যাকের সর্বনিম্ন মূল্য ৪৯০ টাকা।

পাশাপাশি, অবিশ্বাস্য দাম বাড়াতে পারে airtel. এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন এয়ারটেল প্রধান সুনীল ভারতী মিত্তল। তিনি বলেন, আপনি এখন প্রতি মাসে ৪৫ টাকা খরচ করে থাকেন তবে আপনার খরচ শীঘ্রই দ্বিগুণের বেশি মাসে টাকাও হতে পারে।

মিত্তাল ১৬ জিবি ডেটা ১৬০ টাকায় প্রদান করাকে ট্র্যাজেডি হিসাবে উল্লেখ করে আরও যোগ করেছেন যে ব্যাবহারকারীদের এই মূল্যে ১.৬ জিবি ডেটা পাওয়া উচিত বা আরও অনেক বেশি অর্থ প্রদান করা উচিত। যার অর্থ প্রতি জিবি ডেটা ব্যাবহার করতে এখন যেখানে ১০ টাকা খরচ হয় এবার সেখানে ১০০ টাকা খরচ পড়তে পারে।

অর্থাৎ খুব তাড়াতাড়ি বাড়ানো হচ্ছে দাম। এখন, এয়ারটেল ২৪ দিনের জন্য প্রতি মাসে ১ জিবি অফার করে প্রতি মাসে ১৯৯ টাকার বিনিময়ে। মিত্তালের কথা অনুযায়ী, দশ গুণ কমিয়ে প্রতিমাসে মাত্র ২.৪ জিবি করে পাওয়া যেতে পারে ১৯৯ টাকায়। পাশাপাশি, প্রতিমাসে নূন্যতম খরচ ৪৫ থেকে বেড়ে দাঁড়াতে পারে ১০০ টাকায়।

 

 

 

সম্পর্কিত খবর