বাংলা হান্ট ডেস্ক: মোবাইল বর্তমান দিনে সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে জন্য একের পর এক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান সামনে আনছে এয়ারটেল (Airtel)। তবে নতুন বছরের শুরুতেই এয়ারটেল গ্রাহকদের জন্য এমন একটা রিচার্জ এর সম্পর্কে জানাচ্ছি যা স্বল্প খরচে আপনাকে দেবে ২.৫ জিবি ডেটা ও AI এক্সেস সহ আরও কিছু। জেনে নিন এই রিচার্জটির সম্পর্কে বিস্তারিত।
এক বছরের রিচার্জে প্রতিদিন ২.৫GB ডেটা, Airtel-এর নতুন প্ল্যান (Airtel)
এয়ারটেলের (Airtel) ১ বছরের ভ্যালিডিটি সহ একটি সেরা প্ল্যান অফার করে। কারণ, এই প্ল্যানের দাম ৩৯৯৯টাকা। আর এর বৈধতা থাকছে এক বছর। এই প্লানের আওতায় আপনি প্রতিদিন প 2.5GB ডেটা প্রতিদিন পাবেন।

আরও পড়ুন: তাপমাত্রা নামছে হু হু করে, এ সপ্তাহে কি স্কুল ছুটি? কি সিদ্ধান্ত নবান্নের
এছাড়া প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে। একই সঙ্গে আপনি এক বছর পর্যন্ত আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। সাথে থাকছে প্রতিদিন ১০০ SMSবিনামূল্যে।
এছাড়াও, ৩৯৯৯ টাকার এয়ারটেল প্ল্যানে অতিরিক্ত সুবিধা রয়েছে। এই প্ল্যানে ১ বছরছর জন্য বিনামূল্যে JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে। শুধু তাই নয়, এর সাথে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা এবং Hellotunes-এর 30 দিনের সাবস্ক্রিপশনও পাবেন। এরপর সঙ্গে পাবেন এয়ারটেল সংস্থা AI অ্যাক্সেসও অফার করে।
এছাড়াও, এই প্ল্যানে গ্রাহকরা Perplexity Pro AI-এর অ্যাক্সেসও পাবেন। অর্থাৎ AI ব্যবহার করে আপনার পছন্দের যেকোনো কাজ, যেমন ছবি, ভিডিও, প্রজেন্টেশন, ডকুমেন্ট ইত্যাদি তৈরি করা যাবে। এটি এক বছরের জন্য বিনামূল্যে পাওয়া যাবে (Airtel)।












