এয়ারটেল গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ! রিচার্জ প্ল্যানের দাম বাড়ল ৪০ টাকা

বাংলাহান্ট ডেস্ক : এয়ারটেল গ্রাহকদের জন্য ফের দুঃসংবাদ। ভারতের এই টেলিকম সংস্থা সিদ্ধান্ত নিয়েছে দুটি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার। বর্তমানে ৩৭ কোটি গ্রাহক নিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল। একটি সমীক্ষায় দেখা গেছে বিগত কয়েক মাসে অন্যান্য টেলিকম সংস্থা থেকে পোর্ট করিয়ে বহু গ্রাহক যোগদান করেছেন এয়ারটেলে।

গত কয়েক মাসে একদিকে যেমন ভোডাফোন-আইডিয়া কোম্পানির গ্রাহক চোখে পড়ার মতো কমেছে, অন্যদিকে গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এয়ারটেল ও জিওর। জিওর পাশাপাশি এয়ারটেল দেশের একাধিক জায়গায় শুরু করেছে ফাইভ-জি পরিষেবা।

আরোও পড়ুন : ১৫০’র কাছাকাছি ট্রেন বাতিল শিয়ালদা রুটে! লোকাল সহ এক্সপ্রেসও রয়েছে তালিকায়

এয়ারটেলের সিইও গত বছর ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধির ইঙ্গিত দেন। এই টেলিকম সংস্থা ইউজার পিছু গড় আয় (ARPU) বৃদ্ধির লক্ষ্যে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই আবহে দুটি রিচার্জ প্ল্যানের দাম এবার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এয়ারটেল। জানা গেছে একধাক্কায় সংস্থা ৪০ টাকা দাম বৃদ্ধি করতে চলেছে ট্যারিফের।

আরোও পড়ুন : ব্যর্থ ভিকি-অনিল-বিজয়রা, বাংলার টোটা হলেন সেরা সহঅভিনেতা! আবেগে ভাসলেন অভিনেতা

১১৮ টাকা এবং ২৮৯ টাকা প্ল্যানের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে airtel। ১১ টাকা দাম বৃদ্ধি পাচ্ছে ১১৮ টাকার প্ল্যানের। বর্তমানে এই প্ল্যানের দাম ১২৯ টাকা। ৪০ টাকা দাম বৃদ্ধি করা হয়েছে ২৮৯ টাকার প্ল্যানে। বর্তমানে এই প্ল্যানের খরচ পড়ছে ৩২৯ টাকা।

airtel recharge

১২৯ টাকার রিচার্জ প্ল্যান : এই প্ল্যানে পাওয়া যায় ১২GB ইন্টারনেট। অ্যাক্টিভ প্ল্যানের সাথে অতিরিক্ত ডেটার জন্য এই রিচার্জ প্ল্যান দিয়ে গ্রাহকরা রিচার্জ করতে পারেন।

৩২৯ টাকার রিচার্জ প্ল্যান : ৩৫ দিন বৈধতা থাকবে এই প্ল্যানের। ৪GB ডেটার সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০টি SMS।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর