বাংলা হান্ট ডেস্ক: প্রযুক্তির জগতে এগিয়ে যাওয়ার দৌড় এখন স্থল থেকে সরাসরি স্যাটেলাইট পর্যন্ত বিস্তৃত হয়েছে। এদিকে, এখনও পর্যন্ত বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) কোম্পানি স্টারলিঙ্ক এবং ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mueksh Ambani) Jio এই দৌড়ে অনেকটা ছিল। তবে, এখন এই প্রতিযোগিতায় Airtel-ও প্রবেশ করেছে। শুধু তাই নয়, যে গতির সাথে Airtel স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে, শীঘ্রই তারা ভারতে ব্রডব্যান্ড-ফ্রম-স্পেস পরিষেবা সরবরাহকারী প্রথম গ্লোবাল স্যাটেলাইট সংস্থা হয়ে উঠবে।
কি জানা গিয়েছে: উল্লেখ্য যে, Airtel অ্যাডমিনিস্ট্রেটিভ রুটের মাধ্যমে ৯০ দিনের জন্য “কা” এবং “কু” ব্যান্ডে ডেমো স্যাটেলাইট স্পেকট্রাম অর্জন করেছে। যা এটিকে স্টারলিঙ্ক থেকে আলাদা করে তুলেছে। কারণ, স্টারললিঙ্ক সরাসরি রিটেল গ্রাহদকের টার্গেট করে। অপরদিকে, ইউটেলস্যাট ওয়ানওয়েবের ফোকাস বিজনেস-টু-বিজনেস (B2B) মডেলের ওপর রয়েছে। উল্লেখ্য যে, “কা” ব্যান্ড স্পেকট্রাম আর্থ স্টেশনগুলির অপারেশনের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে, “কু” ব্যান্ড ব্যবহারকারীর অ্যাক্সেস টার্মিনালগুলিকে সমর্থন করে।
রিপোর্ট কি বলছে: ET-র একটি রিপোর্ট অনুসারে, ইউটেলস্যাট ওয়ানওয়েব তার স্যাটেলাইট ব্রডব্যান্ড নেটওয়ার্কে ভারতের প্রতিরক্ষা এবং সরকারি সেক্টর সংস্থাগুলির মূল গ্রাহকদের সাথে ট্রায়াল পরিচালনা করে একটি সম্পূর্ণ বাণিজ্যিক লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি শীঘ্রই বাণিজ্যিক স্যাটেলাইট স্পেকট্রামের বরাদ্দ পাবে বলে অনুমান করা হচ্ছে। যেটি টেলিকমিউনিকেশন বিভাগ (DOT) দ্বারা নির্ধারিত নিয়ন্ত্রক কাঠামো মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
আরও পড়ুন: IPL-র আগে ঝড় তুললেন রিঙ্কু সিং! ফিল সল্টও দেখালেন কামাল, স্বস্তিতে KKR
এভাবে হবে কামাই: DoT স্যাটেলাইট স্পেকট্রামের অ্যাডমিনিস্ট্রেটিভ বরাদ্দ চূড়ান্ত করার এবং নিয়ন্ত্রক নির্দেশিকাগুলির ওপর ভিত্তি করে মূল্য নির্ধারণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ২০২৩ সালের নতুন টেলিযোগাযোগ আইন এখন অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেলের মাধ্যমে স্যাটেলাইট স্পেকট্রাম বরাদ্দের সুবিধা দেয়। জানিয়ে রাখি যে, ইউটেলস্যাট এন্টারপ্রাইজ রেভিনিউর জন্য প্রতিরক্ষা, বিমান চলাচল, সামুদ্রিক ক্ষেত্র এবং সরকারকে পরিষেবা সরবরাহ করবে। পাশাপাশি, কোম্পানির তরফে গ্রামীণ এলাকায় মোবাইল ব্রডব্যান্ড কভারেজের সাপোর্ট দেওয়ার জন্য স্যাটেলাইট সংযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যেখানে টেরিস্ট্রিয়াল ব্যাকহল লিঙ্কগুলি সীমিত রয়েছে। ইউটেলস্যাট গ্রামীণ ভারতে পরিচালিত যেকোনও টেলিকম সংস্থাকে ব্যাকহল সহায়তা পরিষেবা সরবরাহ করতেও প্রস্তুত থাকবে।
আরও পড়ুন: হার মানবে সিনেমাও, আকাশ থেকে নেমে ৩৫ জলদস্যুকে জব্দ করল MARCOS! ভাইরাল ভিডিও
আসল প্রতিযোগী কারা: মূলত, সংস্থার লক্ষ্য থাকবে Jio, স্টারলিঙ্ক, অ্যামাজন কুইপার এবং টাটাস-এর মত প্রতিযোগীদের পরাজিত করা। ইউটেলস্যাট ওয়ানওয়েবের কাছে স্পেস ইন্ডাস্ট্রি রেগুলেশন, IN-SPACE থেকে প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে। পাশাপাশি, এই কোম্পানির গুজরাট এবং চেন্নাইয়ের কাছে অপারেশনাল আর্থ স্টেশন রয়েছে। জানিয়ে রাখি যে, ভারতে ব্রডব্যান্ড-ফ্রম-স্পেস পরিষেবার লক্ষ্য হল দেশের গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল বিভাজনকে সরিয়ে ফেলা। পাশাপাশি, IN-SPACE ভারতের মহাকাশ অর্থনীতিতে উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনার পূর্বাভাস দেয়। যা ২০৩৩ সালের মধ্যে সম্ভাব্য ৪৪ বিলিয়ন ডলার হতে পারে বলে অনুমান করা হয়েছে।