JNU-তে পড়ুয়ার শ্লীলতাহানি, বাম ছাত্রনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ নির্যাতিতার

বাংলাহান্ট ডেস্ক: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক পড়ুয়ার শ্লীলতাহানীর অভিযোগ ঘিরে উত্তাল হল ক্যাম্পাস। এক অতি বামপন্থী ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছেন নির্যাতিতা ছাত্রী। একটি বিবৃতি দিয়ে ওই নির্যাতিতা ছাত্রী জানিয়েছেন, ”আমার চরিত্রহননের চেষ্টা হয়েছে। AISA-র এক ছাত্রনেতা যৌন হেনস্থা করেছেন।” তবে ওই ছাত্রীকে তাঁর সহপাঠীরা সমর্থন জানিয়েছেন । যদিও ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা ওই বিবৃতিতে উল্লেখ করেননি ছাত্রী।

ইতিমধ্যেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির বিরুদ্ধে তৈরি নির্দিষ্ট কমিটির কাছে রিপোর্ট করা হয়েছে বিষয়টি । কমিটির তরফ থেকে AISA-র ওই ছাত্রনেতাকে নিষেধ করা হয়েছে আপাতত বিশ্ববিদ্যালয়ের কোনওরকম অনুষ্ঠান কিংবা কার্যকলাপে অংশগ্রহণের বিষয়ে ।

এদিকে, নির্যাতিতা ওই ছাত্রীর বয়ান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটিতেও জমা পড়েছে। জানা গিয়েছে, ওই ছাত্রী আতঙ্ক কাটানোর জন্য কাউন্সেলিংয়েরও ব্যবস্থা করা হচ্ছে। তবে নিরাপত্তার খাতিরেই ছাত্রীর নাম প্রকাশ করতে চায়নি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ওই কমিটি ।

JNU-র স্টুডেন্ট ওয়েলফেয়ারের ডিন সুধীর প্রতাপ সিং অবশ্য বলেছেন, ”এই বিষয়ে আমার কিছু জানা নেই।” অন্যদিকে, AISA-র পক্ষ থেকেও একটি অফিশিয়াল বিবৃতি জারি করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, ”একটি বিনা স্বাক্ষরিত বিবৃতি প্রকাশিত হয়েছে। সেখানে আমাদের দলের এক সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ সত্যি হলে আমরাও চাই নির্যাতিতা ন্যায়বিচার পান।” AISA আরও উল্লেখ করেছে, ”কিছুদিন আগেই আমরা এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। তৎক্ষণাৎ আমরা অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছি।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর