বাংলা হান্ট ডেস্ক : এবারে কি বিচ্ছেদ তবে হচ্ছেই! বিবাহ সংক্রান্ত ঝামেলার গুঞ্জন অবশ্য তেমনই প্রমান দিচ্ছে। শোনা যাচ্ছে, ঐশ্বর্য রায় (Aishwarya Rai) তাদের স্বামীস্ত্রী-র অশান্তির জেরে আরাধ্যাকে (Aaradhya Bachchan) নিয়ে বাড়ি ছাড়লেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঐশ্বর্য রায় তার কন্যাকে নিয়ে বচ্চন পরিবারের বাড়ি ছেড়ে চলে গেছেন। এই বলিউড দম্পতির বিবাহ নিয়ে গুজবতো চলছেই, তারসাথে এনাদের নিয়ে জল্পনা-কল্পনারও শেষ নেই।
শোনা যায় এই দম্পতিকে নিয়ে বচ্চন পরিবারের অশান্তি তুঙ্গে। তারা নিজেরা এসব নিয়ে মুখ না খুললেও, তাদের দাম্পত্য জীবন যে আর সুখের নয়, তা স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের আচরণেই।
এই যেমন, কিছুদিন আগেই খবরে এসেছিল অভিষেক (Abhishek Bachchan) তার বিয়ের আংটি খুলে ফেলেছেন। অন্যদিকে আবার এটিও দেখা যায় যে ঐশ্বর্যও তার হাত থেকে বিয়ের আংটি খুলে ফেলেছেন। শোনা যাচ্ছে, যে আংটি তিনি এতদিন সামলে রেখেছিলেন, সেই আংটিই নাকি তিনি ছুড়ে ফেললেছেন। তবে এই বিষয়েও তাদের থেকে কোনও স্পষ্ট বক্তব্য উঠে আসেনি।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার