শ্বশুরের বাহুলগ্না, শাশুড়ির সঙ্গেই “খিটিমিটি”! জয়ার জন্যই অশান্তি অভিষেক-ঐশ্বর্যর সংসারে?

বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ এর বেশিরভাগ সময়টা যে তারকারা সংবাদ শিরোনামে ছিলেন তাঁরা হলেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বিগত বেশ কয়েক মাস ধরেই তাঁদের দাম্পত্য সম্পর্ক রয়েছে চর্চায়। অভিষেক ঐশ্বর্যের বিয়ে নাকি এসে ঠেকেছে খাদের ধারে। বিচ্ছেদের গুঞ্জনের সম্ভাব্য কারণ নিয়েও কম চর্চা হয়নি। তবে কিছুদিন আগে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan)। ছিলেন অমিতাভও। তাঁদের ফের একসঙ্গে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভক্তরা।

বিয়ে বাড়িতে দেখা গেল না (Aishwarya Rai Bachchan)

তবে কিছুদিন যেতে না যেতেই ফের মাথাচাড়া দিয়ে উঠল বিচ্ছেদ জল্পনা। আসলে সম্প্রতি মুম্বইতে একটি বিয়েবাড়িতে সপরিবারে দেখা মিলল বচ্চনদের। এক ফ্রেমে ধরা দিলেন অমিতাভ, জয়া এবং অভিষেক। বচ্চন পরিবারের ম্যানেজিং ডিরেক্টরের বিয়েতে হাসিমুখে অতিথি হয়েছিলেন তাঁরা। কিন্তু বিয়েবাড়ির ছবি ভাইরাল হতেই অনুরাগীদের চোখ খুঁজতে থাকে ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan)। তবে ঐশ্বর্য বা আরাধ্যা কাউকেই দেখা যায়নি বিয়ে বাড়িতে।

Aishwarya Rai Bachchan not spotted with bachchan family in wedding

জয়াকে এড়িয়েই চলেন অভিনেত্রী: বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) অনুপস্থিতি নজর এড়ায়নি নেটিজেনদের। অনেকে মন্তব্য করেছেন, কিছুদিন আগেই শ্বশুর অমিতাভকে যত্ন করে নিয়ে যেতে দেখা গিয়েছিল বউমাকে। কিন্তু শাশুড়ি জয়ার থেকে দূরত্ব বজায় রাখতেই দেখা যায় তাঁকে। তবে কি তাঁদের পারিবারিক মন কষাকষি এখনো কাটেনি? প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

আরো পড়ুন : বেসরকারি ব্যাঙ্কে চাকরি ছাড়ার ধুম! কর্মী টিকিয়ে রাখতে বিশেষ নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক

মেয়ের স্কুলে একসঙ্গে গিয়েছিলেন অভিষেক ঐশ্বর্য: প্রসঙ্গত, আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে অভিষেক ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) দুজনেই রঙ মিলিয়ে পরে এসেছিলেন কালো পোশাক। শ্বশুরের হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা গিয়েছিল অ্যাশকে। এতদিন ধরে চলতে থাকা যাবতীয় বিচ্ছেদের জল্পনায় জল পড়েছিল। দীর্ঘদিন ধরে চলতে থাকা গুঞ্জন, একাধিক কারণ বিতর্ক সবকিছু এক নিমেষে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন বচ্চন জুটি।

আরো পড়ুন : অনিকেতের প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে ‘বাবুউউ’, রুবেলের মাকে নিয়ে কী বললেন অরিজিতা?

উল্লেখ্য, এর আগেও অম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিয়েছিলেন অভিষেক ঐশ্বর্য এবং আরাধ্যা। অথচ তারপরেও অব্যাহত ছিল তাঁদের বিচ্ছেদ জল্পনা। এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি কেউই। বরাবর নীরবতা বজায় রাখতেই দেখা গিয়েছিল অভিষেক ঐশ্বর্যকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর