করফাঁকি দিতে বিদেশে গচ্ছিত রাখা সম্পত্তি, পানামা পেপার মামলায় ফের ইডির সমন পেলেন ঐশ্বর্য

বাংলাহান্ট ডেস্ক: সম্পত্তিঘটিত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) সমন পেলেন ঐশ্বর্য রাই বচ্চন (aishwarya rai bachchan)। পানামা পেপার মামলায় তাঁর জড়িত থাকার সন্দেহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছে অভিনেত্রীকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিদেশে প্রচুর সম্পত্তি গচ্ছিত রেখে দিয়েছেন তিনি।

উল্লেখ‍্য, এর আগেও দুবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন‍্য ঐশ্বর্যকে সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু দুবারই সময় চেয়ে নিয়েছেন তিনি। সোমবারই তাঁকে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ২০১৭ সাল থেকে এই মামলায় তদন্ত শুরু করে ইডি। বচ্চন পরিবারকে নোটিস পাঠিয়ে বিদেশে তাঁদের সম্পত্তির হিসাব জানাতে বলা হয়েছিল।

when aishwarya rai bachchan wore a purple lipstick at cannes film festival 2016 the internet had a meltdown 5
রাই সুন্দরী তাঁদের বিদেশি লেনদেনের হিসাব জমাও দিয়েছিলেন ইডিকে। তবে শোনা যাচ্ছে, এবার অভিনেত্রীর বয়ান রেকর্ড করার জন‍্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে। উল্লেখ‍্য, পানামা পেপার হল প্রায় ১ লক্ষের বেশি সংখ‍্যার গোপন পেপার যা চুরি করে সংবাদ মাধ‍্যমে ফাঁস করে দেওয়া হয়েছিল ২০১৬ সালে।

Screenshot 2021 12 20 at 3.33.04 PM

এই পেপার থেকে জানা গিয়েছিল, বিশ্বের তাবড় ধনী ব‍্যক্তিত্বরা তাদের সম্পত্তি বিদেশের ব‍্যাঙ্কে গচ্ছিত রাখে আয়কর ফাঁকি দেওয়ার জন‍্য। এই তালিকায় ছিল রাজনীতিবিদ থেকে তারকাদের নামও। প্রায় ৩০০ জন ভারতীয়ের নাম উঠে এসেছিল এই তালিকায়।

এর আগে দু দুবার সমন থেকে বাঁচতে বেশি সময় চেয়ে নিয়েছেন ঐশ্বর্য। এবারে তিনি কী করেন সেটাই দেখার। উল্লেখ‍্য, পানামা পেপার মামলায় বচ্চন পরিবিরের নাম থাকায় তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। ঐশ্বর্যর ইডি সমনের পর মামলা কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়েই চলছে জল্পনা।

Niranjana Nag

সম্পর্কিত খবর